নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা জিন্নাহ্ বাংলাদেশের কী কী ক্ষতি করেছে? পয়েন্ট আকারে লিখুন। আমি জানতে চাই
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আগে উত্তর দিন, তবেই উত্তর পাবেন
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
কামাল১৮ বলেছেন: বড় উপকার করেছে উর্দুকে রাষ্ট্র করে।নয়তো আমরা ৫২ পেতাম না।যেটা আমাদের জাতিয় চেতনার ভিত্তি।এখান থেকেই আমাদের শিল্প সাহিত্যের ভীত রচনা হয়।উঠে আসে এক ঝাঁক তরুন সাহিত্যিক।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছ? হু চেয়েছে, এবং নিশ্চই সেটা তার ভুল ছিল। কিন্তু জিন্না নিজেও উর্দু জানতো না, সেটা কি জানেন? তৎকালীন বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষা ছিল। তবে উর্দুটা সকল প্রদেশর মানুষই কম বেশী পারতো। তাই সকল প্রদেশের মানুষের আন্ত যোগাযোগের জন্য উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলেছিল। তবে তার এই সিদ্ধান্ত ভুল ছিল। এতে উর্দু ভাষাভাষিরা সরকারি চাকরিতে এগিয়ে যেত। যেটা ঢাকা বিশ্বিবদ্যালয়ের ছাত্ররা মেনে নেয়নি। নিশ্চই তারা সঠিক কাজটি করেছিল। তবে যেভাবে কবিতা লেখা হয়েছে, "মাগো ওরা নাকি তোমার ভাষায় কথা বলতে দেবে না"। এটা অতিরঞ্জিত। ১৯৪৯ সালে মুসলিম লীগের সম্মেলনে সিধান্ত হয়, পূর্ব বাংলার প্রাদেশিক ভাষা বাংলাই থাকবে। পূর্ব বাংলার মানুষ বাংলায়ই কথা বলবে, শুধু পূর্ব বাংলা নয়, প্রত্যেক প্রদেশের মানুষ তাদের স্ব স্ব মাতৃভাষায় কথা বলবে। যাস্ট কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ভাষা হবে উর্দু। আচ্ছা, আমাদের বর্তমান বাংলাদেশেরই সরকারি ভাষা কি বাংলা আছে? আদালতের রায় কি বাংলায় লেখা হয়?
নিশ্চয়ই জিন্নার ভুল সিদ্ধান্তের সমালোচনা আমরা করবো। কিন্তু, সে যে ব্রাহ্মণ্যবাদী হিন্দু জমিদারদের অত্যাচারের হাত খেকে বাংলাদেশের মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার রক্ষার চেষ্টা করেছে, সেটা বলবেন না? তার জন্য যে হিন্দু জমিদারদের আমলে গরু খেতে না পারা বাংলাদেশর মুসলমান গরু খেতে পারছে সেটা বলবেন না? আচ্ছা জিন্না তো সেকুলার চিন্তার মানুষ ছিলেন, তবুও কেন মুসলমান রাষ্ট্রের কথা বললেন? কারণ তিনি হিন্দু আধিপত্যের হাত থেকে গরু খেতে না পারা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার হরণ হওয়া মুসলিম জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে চেয়েছিলেন। এই কারণেই, সেকুলার চিন্তা ধারণা করা বঙ্গবন্ধুও মুসলিম রাষ্ট্রের পক্ষে রাজনীতি করেছেন। এগুলো ইতিহাস পড়েন। হুদাই একটা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ কইরেন না। আফটার অল, সে কিন্তু আপনাদের দলেরই লোক ছিলেন, অর্থাৎ সেকুলার ছিলেন। মুজিবও সেকুলার ছিলেন। কিন্তু শাহবাগী সেকুলারদের মতো ভণ্ড ছিলেন না, যারা সেকুলারিজম বলতে বোঝে ইসলাম বিদ্বেষ।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
আমি সাজিদ বলেছেন: পোস্টটা উর্দুতে দেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কিন্তু জিন্নাহ তো উর্দু জানে না। সসে তো গুজরাটি
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
আমি সাজিদ বলেছেন: প্লিজ আমি আপনার কাছ থেকে কিছু উর্দু শিখতে চাই। আপনি লেখুন।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আমি উর্দু জানি না, জিন্নাও জানতো না।
বাইদ্যাওয়ে, বাংলা জানেন তো? তাইলে যে প্রশ্ন করছি সেটার উ্ত্তর দিন না, বাংলাতেই দিন।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১
আমি সাজিদ বলেছেন: চোখের মাথা খেয়ে কমেন্ট করলেন নাকি ভাই? বাংলাতেই তো মন্তব্য করলাম। কি যে করি আপনাদের নিয়ে।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মুহাম্মদ আলী জিন্নাহ সর্বপরি আমাদের নেতা ছিলেন। কিন্তু ফিসিস্ট চরিত্রটা থেকে বের হতে পারেননি বলে আমাদের জাতিয়তাবোধের উপর তার হস্তক্ষেপই ছিল তার অপরাধ; তার কিছু নীতি ও সিদ্ধান্ত আমাদের জন্য রাজনৈতিক ও অরর্থনৈতিক সস্কটে ফেলে। তার প্রেক্ষেতে ৫২ ভাষা আন্দোলন ৬৯ গনআন্দোলনে যেতে হয়,৭১ স্বাধীনতার পথে যেতে হয়।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৬
অস্বাধীন মানুষ বলেছেন: মুহাম্মদ আলী জিন্নাহ সর্বপরি একজন খারাপ লোক ছিল। তার জন্য মুসলিমলীগ ভেঙ্গে আজকের আওয়ামীলীগ সৃষ্টি হয়েছিল।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৮
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: খুব একটা ক্ষতি করে নাই - কিছু রামছাগলের বীক রেখে গেছে যারা নিজের বাপের মাথায় পেশাব করে অন্যের বাপকে বাপ ডাকে।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১০
কামাল১৮ বলেছেন: জিন্না নামাজ পড়তেও জানতো না কিন্তু মোসলমাদ্র জন্য আলাদা রাষ্ট্র চেয়েছিলো।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৩
ঊণকৌটী বলেছেন: জিন্না হুইস্কি পর্ক সহযোগে খেতে খুব ভালোবাসতেন |
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৫
রবিন_২০২০ বলেছেন: হটাৎ করে এই মদ্যপ কে নিয়ে দেশে মাতামাতি শুরু হবার কারণ কি ?
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি এখন অপ্রাসঙ্গিক বাংলাদেশের জন্য। ওনাকে নিয়ে মাতামাতি করার কি দরকার।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৫
দেখা হবে রাজপথে বলেছেন: ৪৭ এ দেশভাগ হলো ৪৮ এ উনি মারা গেলেন- কিছু করার উনি টাইম পাইলেন কই?
জিন্নাহ ও আসলে পাকিস্তানের সাথে বাংলাদেশকেই চান নাই তাকে ভুংভাং করে জোর করে গছিয়ে দেয়া হয়েছিল। ইতিহাস বলে তিনি চেয়েছিলেন পুরো বাংলাটাই আলাদা একটা দেশ হবে।
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
আলামিন১০৪ বলেছেন: জিন্নাহ কি মদ খেতো?
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩
আলামিন১০৪ বলেছেন: এটা কি ঠিক যে জিন্নাহ নামাজ পড়ত না
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
জিন্না একজন সেকুলার লোক ছিল। তাইবলে বর্তমান শাহবাগী টাইপ সেকুলার না। সে হিন্দুত্ববাদী জমিদারদের হাত থেকে মুসলমানদের রক্ষায়, আলাদা মুসলিম রাষ্ট্র চেয়েছিল।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
জটিল ভাই বলেছেন:
আচ্ছা মহাত্মা গান্ধী বাংলাদেশের কী কী উপকার করেছে? পয়েন্ট আকারে লিখুন। আমিও জানতে চাই