![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্দোনেশিয়ার বুফন খ্যাত জাতীয় দলের গোলকিপার 'ছইরুল হুদা' খেলা চলাকালীন সময়ে সংঘর্ষে মারা গিয়েছেন । ইন্দোনেশিয়ান লীগ ওয়ানের ম্যাচে তার ক্লাব 'পেরসেলা লামোঙ্গান' এর হয়ে গোলকিপিং করছিলেন তিনি। গতকাল খেলার ৪৪ তম মিনিটে নিজ দলের ডিফেন্ডার র্যামন রদ্রিগেসের সাথে সংঘর্ষে(পায়ের আঘাতে) আঘাত পেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।৩৮ বছর বয়সী এই খেলোয়াড়ের অত্যন্ত হৃদয়বিদারক মৃত্যুতে ইন্দোনেশিয়া সহ ফুটবল বিশ্বে শোক ছড়িয়ে পড়েছে।
আল্লাহ তাকে ওপারে ভালো রাখুক।
©somewhere in net ltd.