নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত ভালো মানুষ

Safin

Safin › বিস্তারিত পোস্টঃ

দেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তোলা কি সম্ভব না?

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

গতবছর ভুটানের কাছে ৩-১ গোলে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত হয়েছিল বাংলাদেশ। সেই সাথে হতাশায় ডুবে গেছিল দেশের অগনিত ফুটবল প্রেমী। ভাবা হয় তার পর থেকেই এদেশে ফুটবলের মৃত্যু ঘটে।
এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা কিনা র‍্যাংকিং এ আমাদের চেয়ে পিছিয়ে ছিল তাদের আজকের র‍্যাংকিং ১০৫! আর আমাদের ১৯৬! বাফুফের সালাউদ্দিন সাহেব ভিশন ২০২২ ঘোষনা দিয়েছিলেন। তিনি ঘুমিয়ে ঘুমিয়ে ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন। তার উচিৎ এখন ভিশন ২০০ ঘোষনা করা। কেননা এভাবে এগোতে থাকলে অচিরেই আমরা র‍্যাংকিং ২০০ ছুয়ে ফেলবো।

এই চরম ব্যর্থতার দায় অবশ্যই বাফুফের। কারন বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য ফুটবল ট্যালেন্ট রয়েছে।এদেশের ফুটবলারদের ও যথেষ্ট যোগ্যতা ও দক্ষতা রয়েছে। যে জিনিসটার অভাব সেটা হল পরিচর্যা। সদ্য শেষ হওয়া সাফ অনুর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশীপে ফুটবলাররা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে। ফেভারিট ভারতকে ৪-৩ গোলে হারায় তারা। অথচ তাদেরকে কিনা পাঠানো হয়েছিল মাত্র চার দিনের অনুশীলন করিয়ে।
এমনকি কিছুদিন আগে এএফসি অনুর্ধ্ব ১৬ বাছাইয়ে র‍্যাংকিং এ যোজন যোজন এগিয়ে থাকা কাতারকে।২-০ তে হারিয়ে এসেছিল খুদে ফুটবলাররা। সুতরাং এদেশে যোগ্য ফুটবলার আছে, নেই তাদেরকে তুলে আনার/পরিচর্যা করার উদ্যোগ।

বলা হয় এদেশের মানুষের ফুটবলের প্রতি টান নেই। নিচের ছবি দুটি কি বলে?

এগুলো সদ্য তোলা চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামের ছবি। এই ছবিই বলে দেয় এদেশের মানুষের ক্রিকেটের চেয়ে ফুটবলের প্রতি টান বেশী। শুধু দরকার ফুটবলের আয়োজন।

রীতিমত ধানক্ষেতে পরিনত হওয়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের পর দিন নির্বীষ দর্শকশূন্য লীগের খেলা চালিয়ে খেলা্টাকে ধ্বংস করার কোনো মানে হয় না। এতে লীগ চলতে থাকবে কিন্তু দেশের ফুটবলের কোনো উন্নতি হবে না।
মানসম্পন্ন ট্যূরনামেন্ট আয়োজন করতে পারলে দর্শক নিজ থেকেই মাঠে আসবে।শুধুমাত্র ঢাকাভিত্তিক লীগ পরিচালনা করে এদেশের ফুটবলকে টিকিয়ে রাখা সম্ভব না। বাফুফে এভাবে চলতে থাকলে এদেশের ফুটবল ধ্বংস হতে আর বেশী দিন বাকি নেই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩

বারিধারা বলেছেন: এদেশের মানুষের ফুটবলের প্রতি টান নেই - কোন ছাগলে বলে এ কথা? বিশ্বকাপ ফুটবল সুদূর ব্রাজিলে হলেও প্রত্যেক পাড়া মহল্লা মেতে থেকে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে। আর বিশ্বকাপ ক্রিকেট ঢাকায় হলেও স্টেডিয়ামের অর্ধেক ফাঁকা পরে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ফুটবল উম্মাদনা সবচেয়ে বেশি।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮

Safin বলেছেন: টান অবশ্যই আছে। এই টানটাকে বাফুফে কাজে লাগাতে পারছে না। এখানেই বাফুফের ব্যর্থতা।দেশের ফুটবলের মান খারাপ দেখেই মানুষ বাইরের ফুটবল নিয়ে মেতে থাকে।

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬

টারজান০০০০৭ বলেছেন: ৬০ মিনিটের ফুটবল গেম হইলে ঠিক আছে ! ৯০ মিনিট আমাদের পোলাপাইন হেদাইয়া পরে !

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২

Safin বলেছেন: একারনেই ছোটবেলা থেকে ফুটবলারদেরকে তৈরী করে আনতে হবে যেটা প্রায় সব দেশে হয়।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৮

আবু তালেব শেখ বলেছেন: ক্রিকেট নিয়ে বেশি মাতামাতি করার ফল ফুটবলের মৃত্যু। আমাদের বিশ্বকাপে চান্স পেতে 3017 অবধি অপেক্ষা করতে হবে

৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনও সম্ভব আগের মত জোয়ার ফিরিয়ে আনা। বেশী কিছু না খালি নিয়মিত জেলা পর্যায়ের লীগ চালু রাখতে হবে। সিডিউল নট নড়ন চড়ন। এভাবে বয়স ভিক্তিক, ১ম বিভাগ, ২য় বিভাগ, ৩য় বিভাগ, প্রিমিয়ার সব চালু রাখতে হবে। ফুটবল এখনো জনপ্রিয়তার শীর্ষে আমাদের কাছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.