![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ এবং সবকিছু খুব সাধারণ ভােব দেখতে ভালবািস।
সাভারে একটা দুর্ঘটনা ঘতেছে সত্যি কিন্তু এই দুর্ঘটনা থেক আমরা একটা জিনিস জানতে পারলাম। আর সেটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে প্রেম, ভালবাসা, মানবিকতা, আবেগ অনুভুতির অভাব নাই। আমরা অন্যের বিপদে নিজেদের জীবন বাজি রাখতে ভয় পাইনা। আজ সালাম জানাই সেই সব ভাইদের যারা নিজেদের জীবন বাজি রেখে খাওয়া দাওয়া ভুলে একের পর এক জীবিত মানুষ উদ্ধার করছেন। এই রকম নজির পৃথিবীতে খুব বিরল। আমাদের দেশের সরকার প্রধানরা বরাবরই রাজনীতি আর স্বার্থের বাইরে কোন কিছু চিন্তা করে না। তাদের মত আমরা সাধারন মানুষও যদি একি ধরনের চিন্তা করতাম তাহলে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের নাম অনেক আগেই মুছে যেত। এই ঘটনা থেকে সরকারিভাবে আমরা কতটুকু সাহায্য পেয়েছি? যা করার আমরা সাধারন জনগণই করেছি। আমাদের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি ছিলনা। কিন্তু তবুও আমরা বসে থাকিনি। আমাদের মধ্যে কেউ কেউ জীবনের ঝুকি নিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে, কেউ কেউ নিজেদের উদ্যোগে টাকা উঠিয়ে অসুস্থদের জন্য সেলাইন, ওষুধ ইত্যাদি কেনার ব্যবস্থা করেছে আবার কেউ কেউ এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে দৌড়িয়েছে রক্ত সংগ্রহ করার জন্য। আমরা প্রমান করে দিয়েছি, " জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য"।
পরিশেষে আবার ধন্যবাদ জানাই সেইসব যোদ্ধাদের, যাদের জন্য মৃতের সংখ্যা কয়েকহাজার ছাড়িয়ে যায়নি। তুমাদের এই ঋণ শুধু ধন্যবাদ দিয়ে শেষ হবেনা। কিন্তু এছারা আমার আর কিছু দেবার নাই। আমি শুধু এখান থেকে তুমাদের জন্য আনন্দ অশ্রুই ফেলতে পারি।
©somewhere in net ltd.