নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির মরিচীকায় পথহারা আমি........

প্রতিটি মুহূর্তে এক আলোর পিছনে ছুটে চলা। ছুটতে ছুটতে হাপিয়ে উঠি, কিন্তু তবুও শেষ হয়না এই নিরন্তর পথচলা। তাই, আমি আজো ছুটে চলছি সেই…………….

সাইফ সোহেল

আমি খুব সাধারন একজন মানুষ এবং সবকিছু খুব সাধারণ ভােব দেখতে ভালবািস।

সাইফ সোহেল › বিস্তারিত পোস্টঃ

উদ্ধার শাহানা পারভিন, না। তার লাশ...........

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

অবশেষে উদ্ধার হল শাহানা পারভিন। কিন্তু জীবন্ত না, উদ্ধার হল তার মৃত দেহ। হে আল্লাহ্‌ মাঝে মাঝে তুমি এত নিষ্ঠুর হউ কেন? এত লাশ, এত মৃত্যু, মানিয়ে নিয়েছিলাম। কিন্তু শাহানা পারভিনের ক্ষেত্রে নিজের মনকে আর মানাতে পারছিনা। ব্লগে ঢুকলে চোখের কোনে পানি চলে আসে। ফেবুতে আসলেও তাই। এত এত লাশ, এত এত মৃত্যু আর ভাল লাগেনা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

ফাহিম আহমদ বলেছেন: নিজেকে রুখে রাখতে পারলাম না চোখের পানি মনের অজান্তে চলে আসে, তখন আমি খেতে বসছিলাম আর টিভিতে এক নজরে তাকিয়ে ছিলাম যখন শাহানার লাশ উদ্ধার করে, আর মনে পড়ে গত কাল এই মেয়েটি কত আকুতি করছিল বাচার জন্য এবং নিজেও রট কাটার কাজে সাহায্য করছিল নিজের জীবন কে বাচানোর প্রচেষ্টায় অবশেষে,,, উফফফফফফফফ :(

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

সাইফ সোহেল বলেছেন: াই, প্রবাসে থেকে নিজেকে আর বেশি হতাশ মনে হয়। আর বেশি কষ্ট লাগে।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

রাতজাগাপাখি বলেছেন: আমি বোধ হয় নিষ্ঠুরতার চরমে পৌছে গেছি। সেদিন গিয়েছিলাম সাভারে আহতের পাশে দাড়াতে। নিজ চোখে দেখেছি মানুষের পচা লাশ। পেয়েছি বাতাসে লাশের গন্ধ। আমার ছোট্ট টাকার ঝুলিটাতে যতটুকু কুলিয়েছে, দিয়ে এসেছি ওদের। লাশগুলো নিজ চোখে দেখেও চোখে পানি আসেনি। কি বিভৎস চেহারা হয়ে গেছে। আমি লাশের গন্ধে নাকে কাপড় চাপা দেইনি। শুধু মনে হয়েছে, জীবিত মানুষ পাশে হাটলে নাকে কাপড় না চাপলে, এখানেও চাপব না। আমি নিজের মৃত্যু পরবর্তী অবস্থার কথা ভেবে ওদের গন্ধ নিয়েছি। তবে হ্যা, সারাক্ষন শুধু দোয়া করেছি ওদের জন্য। সেখানে গিয়ে আমি অনুভব করেছি, এই নিষ্ঠুরতার যুগেও মানুষের মনুষত্য আজও মরেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.