![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ এবং সবকিছু খুব সাধারণ ভােব দেখতে ভালবািস।
আমি যখন সিঙ্গাপরে এই জবটার জন্য সিলেক্ট হলাম তখন সবাই খুব খুসি হয়েছিল। কিন্তু যখন আমি সিঙ্গাপুরে আশার জন্য এয়ারপোর্ট আসলাম তখন সবাই খুব কেদেছিল, এমনকি আমার আব্বুও। আমি জীবনে প্রথম আমার আব্বুর চোখে জল দেখেছিলাম সেদিন। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কাদবনা। কিন্তু যখন ইমিগ্রেশনে ঢুকে যাই তখন শেষবারের মত সবার দিকে তাকাই এবং সবার চোখের জল দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমিও কান্না করে দেই। আর ঐদিনই আমি আমার শক্ত ধাচে গড়া আব্বুর চোখে আমার জীবনে প্রথমবারেরমত পানি দেখতে পাই। এখন শুধু একটি কথাই বলব, বাবা তোমাকে খুব মিসস করি............আজকে এই বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে জানাই আমার হৃদয় নিংড়ানো ভালবাসা।
©somewhere in net ltd.