নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির মরিচীকায় পথহারা আমি........

প্রতিটি মুহূর্তে এক আলোর পিছনে ছুটে চলা। ছুটতে ছুটতে হাপিয়ে উঠি, কিন্তু তবুও শেষ হয়না এই নিরন্তর পথচলা। তাই, আমি আজো ছুটে চলছি সেই…………….

সাইফ সোহেল

আমি খুব সাধারন একজন মানুষ এবং সবকিছু খুব সাধারণ ভােব দেখতে ভালবািস।

সাইফ সোহেল › বিস্তারিত পোস্টঃ

-ঃ প্রবাশ জীবন ঃ-

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৯

বিদেশ যাত্রা আমার জন্য এবারি প্রথম নয়। এর আগেও আমি বিদেশ গিয়েছি। কিন্তু তখনকার যাত্রা আর এবারের যাত্রার মাঝে রয়েছে বিশাল এক পার্থক্য। সেবার গিয়েছিলাম একটি সফটওয়্যারের উপর স্পেশাল ট্রেনিঙে তিন মাসের জন্য সাংহাই, চায়না। দেখতে দেখতে আর মজা করতে করতে তিন মাস চলে গিয়েছিল চোখের পলকে। আর এবার আমি আসলাম দুচোখ ভরা স্বপ্ন নিয়ে টাকা উপার্জন করার লক্ষ্যে। সোজা কথায় চাকরি করার উদ্দেশ্যে এবার সিংগাপুর আসা। সিঙ্গাপুরের মাটিতে প্রথম পা দিয়েই বুঝতে পারলাম দুঃস্বপ্নের বাস্তব এক শক্ত জমিনে এসে পরেছি। যেখানে প্রতিনিয়ত পা পিছলে পরে যাবার ভয় থাকে। এখানে কেউ কারো জন্য নয়। সবাই শুধু নিজেকে নিয়েই ব্যাস্ত থাকে। জীবনটা যেন বয়ে যায় যান্ত্রিকতার মোরকে মোরা এক মেশিন ম্যেনের মত। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত। তারপর রাত থেকে আবার সকাল। এমনকি ঘুমের সময়টা পর্যন্ত যেন যান্ত্রিক। যেন প্রোগ্রাম ইন্সটল করা আছে আর সেভাবেই সবকিছু চলছে এবং চলবে।

এখানে অনেক মানুষ কিন্তু, তবুও নিজেকে বড় একা আর নিঃস্ব মনে হয়। কারন, এখানে আমার বাড়ির সামনের সেই রাস্তাটি নেই, নেই রাস্তার পাশে সেই জলপাই গাছটিও। যেখানে দারিয়ে আমি প্রতিটি সকাল কাটিয়ে দিতাম এক অপূর্ব স্নিগ্ধতায়।

মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যায় জানালার ফাঁক গলে দৃষ্টি চলে যায় দূর আকাশের ঐ নক্ষত্রের পানে। মাগো, আর ঠিক তখনি তোমার মুখটিও ভেসে উঠে ঐ নক্ষত্রের প্রতিমায়। ঘুম আমার চোখে আসেনা মাগো, চেষ্টা করেও আর ঘুমাতে পারি না। কত যে রাত এভাবে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি তার কোন শেষ নেই। তবুও একসময় সবি মানিয়ে যায়, মানিয়ে নিতে হয়। জীবন সংগ্রামে নেমে পিছিয়ে যাওয়ার কোন উপায় নেই। তোমাদের সুখে রাখতেই আমার এতদুর আসা। আমি জানি আমাকে ছারা তুমিও এমনিভাবে না ঘুমিয়ে অনেক রাত কাটিয়ে দিয়েছ। দোয়া কর যত কষ্টই হোক যেন সামনে এগিয়ে যেতে পারি।

আমি ভালো আছি মা, তোমার দোয়ায়, অনেক ভালো আছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৫

িটউব লাইট বলেছেন: ভাই মিলে গেল আমার সাথে । আমি আছি হংকং এ।

২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২২

সাইফ সোহেল বলেছেন: িটউব লাইট ভাই, এই কথাগুলু আমি লিখেছি কিন্তু আমার মনে হয় প্রতিটা প্রবাশী ভাইয়ের জীবনি অনেকটা এইরকম। ধন্যবাদ লিখাটা পরার জন্য এবং কমেন্ট করার জন্য।

৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫

লজিক মানুষ বলেছেন: জীবন সংগ্রামে নেমে পিছিয়ে যাওয়ার কোন উপায় নেই। সুতরাং ধৈর্য ধরুন। এক সময় সব ঠিক হয়ে যাবে।

৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

ছায়েদ শাহ বলেছেন: দারুন লিখেছেন.....তবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ

৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

সাইফ সোহেল বলেছেন: ী ভাই একসময় সবকিছু ঠিক হয়ে যায়। এখন আমিও অভ্যস্ত হয়ে গেছি। যান্ত্রিকতার শহরে এসে যন্ত্রের মতই চলে যাচ্ছে জীবন।

৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

নতুন বলেছেন: সবঠিক হয়ে যাবে ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.