নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি-বোর্ড এর গাঁথুনীতে পৃথিবী হোক কারুকার্যময়।

সাকিব এ হাসান

খুব সাধারন একজন মানুষ মাত্র, এখন এছাড়া আর বেশি কিছু বলার নেই। সময় করে একদিন বলবো। নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।

সাকিব এ হাসান › বিস্তারিত পোস্টঃ

ঘুরে দাড়ানো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

জানো তো তোমার জন্য মরে যাবার হলে সেদিনই মরে যেতাম কিন্তু এখনো দিব্যি বেঁচে আছি, সে গভীর থেকে উঠে এ পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে ঠিকই কিন্তু আমি পেরেছি। প্রতিদিন সেই তোমার পুরোনো প্রেমে নতুন করে পরেছি আমি, প্রতিদিন তোমার ফেরার পথ চেয়ে চেয়ে নিজেকে দমিয়ে রেখেছি আমি এখনো পর্যন্ত। খুব ইচ্ছা করে তোমার ভালবাসায় ভেজা নিঃশ্বাস নিতে কিন্তু আমার প্রতি তোমার ভালবাসা তো শুষ্ক তাই সম্ভব না। উহু আমার যত কষ্টই হোক তবু তোমার পথের মাঝে আমি কাঁটা হব না কখনো। আজ অনেকটা পথ একা একাই পেরিয়ে আসতে পেরেছি আমি আরোও অনেকটা পথ হয়ত বাকি, জানি একটু কষ্ট হবে তবে বাকি পথটাও একাই চলে যেতে পারবো, আমি একা একা হাটতে শিখে গেছি এখন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.