নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি-বোর্ড এর গাঁথুনীতে পৃথিবী হোক কারুকার্যময়।

সাকিব এ হাসান

খুব সাধারন একজন মানুষ মাত্র, এখন এছাড়া আর বেশি কিছু বলার নেই। সময় করে একদিন বলবো। নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।

সাকিব এ হাসান › বিস্তারিত পোস্টঃ

ভাল থেকো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

লাটিমে লতি(দড়ি) প্যাঁচাতে দেখেছেন নিশ্চই?? হুম এক জায়গা থেকে শুরু হয়ে অন্য জায়গায় গিয়ে শেষ হয়। পৃথিবী তার কক্ষপথ ধরে গোল হয়ে ঘুরলেও মানুষের জীবন চক্রটা ঠিক লাটিমে লতির প্যাঁচের মত শুরু হয়ে শেষটা আরেক জায়গায় হয়, সময়টাই হচ্ছে লতি। এই ঘুর্নায়মান জীবনে কত কত কিছু ঘটে, কতজন কত ভাবে আসে আবার চলে যায়। তারা চলে যাক সমস্যা নেই কিন্তু তাদের ফেলা যাওয়া সৃতিগুলো আমরা কুঁড়িয়ে হৃদয়ের ঘরে তুলে রাখি খুব যতনে আর বিশেষ মূহুর্তে/দিনে চোখ বন্ধ করে তার উপর অনুভূতির স্পর্শে ছুয়ে দিই। খা খা জোৎস্না ছড়ানো চাঁদও কেউ একজন যাবার আগে ফেলে গিয়েছিল আর তাই পূর্ণিমা চাঁদ আমার হৃদয়ের আলমাড়িতে রাখা সৃতির নাম।
সৃতিরা ভালই আছে, চলে যাওয়া তোমরাও ভাল থেকো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.