নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি-বোর্ড এর গাঁথুনীতে পৃথিবী হোক কারুকার্যময়।

সাকিব এ হাসান

খুব সাধারন একজন মানুষ মাত্র, এখন এছাড়া আর বেশি কিছু বলার নেই। সময় করে একদিন বলবো। নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।

সাকিব এ হাসান › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে তথাকথিত সেলেব্রিটি ফ্যাক্ট

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

আমি সবকিছু অন্যরকম করে ভাবি। ইনস্ট্যান্ট সাদাকে সাদা এবং কালোকে কালো বলতেই পছন্দ করি, প্রায়ই দেখি কিছু মানুষ তথাকথিত ফেসবুক সেলেব্রিটিদের যাতা লেখাকে এপ্রিসিয়েট করে তা, নেপলিয়ন বলেছিলেন "যদি পাঁচ কোটি মানুষও ভুল বলে তবুও সেটা ভুলই"। সুতরাং এ সকল তথাকথিত সেলেব্রিটিদের মহাজ্ঞানী বা সব জান্তা সমশের ভাববার কোনই অবকাশ নাই। তাদের সব কথাতেই জ্বি হুজুর জ্বি হুজুর করার কোন মানে নাই, আমার পাঁচ বছরের ফেসবুক জীবনে অনেক সেলেব্রিটি দেখেছি যারা জ্বি হুজুর জ্বি হুজুর করা বোকা জাতীকে পর্যায়ক্রমে স্ক্রীনশটসহ নানা ভাবে অপকর্ম উপহার দিয়েছে।

একদল তরুন এবং একদল পঞ্চাশউর্ধ্ব পুরুষকে দেখেছি শুধু মেয়েদের পোষ্ট পড়তে ও কমেন্টে একমত পোষন করতে যেসব পোষ্ট আমারমত সাধারণ মানুষের কাছেও রুচহীন লেগেছে, একজন ষাটউর্ধ্ব পুরুষের ইনবক্সে নোংরামির সাক্ষীও ছিলাম এই আমি।

ফেসবুক দাপায়া বেড়ানো বহুত বালছাল সেলেব্রিটি দেখেছি যাদের মাথায় হিসু করারমত সৎ সাহস আমারমত অনেক বাচ্চা ছেলেই রাখে, ৩০হাজার ফলোয়ার কেন যদি ৩০কোটি ফলোয়ার সমৃদ্ধ কোন ফেসবুক সেলেব্রিটিও ভুল কিছু বলে তবুও সেটি ভুল এবং তা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ততক্ষণাৎ তার মুখের উপর বলে দেয়া উচিৎ। আজকাল তো ২-৩হাজার ফলোয়ার ওয়ালারাও নাকি সেলেব্রিটি!! হেসে খুন হয়ে যাইই :-D :-D

জানি বলে লাভ নাই কারন এই জাতি এখনো মোড়ক দেখেই পন্য কিনে, ভাল মন্দ যাচাই করে না আবার একদল মানুষ ভাল মানুষের মুখোশ পরিহিত চেতনাবাজদের ধোকারর শিকারও হয়।

বেশিরভাগ বাংলাদেশিদের মাঝে একটা তেল মারা স্বভাব আছে, ব্যাপারটা বোধয় ব্রিটিশ সাসনআমল বা তারও আগে থেকেই হয়ে এসেছে, তবে ব্রিটিশ সাসনআমল থেকেই হবে হয়ত কারণ ঐ সময়ে ব্রিটিশদেরকে জ্বি হুজুর জ্বি হুজুর করতে হতো সেই অভ্যেস বংশ পরম্পরায় এখনো রয়ে গেছে এই আরকি।

সবার প্রতি অনুরোধ সবসময় লাইক সংখ্যা দেখে জ্বি হুজুর জ্বি হুজুর না করে বরং সাদা-কালো, সত্য-মিথ্যা স্ট্রেইট ফরোয়ার্ড বলতে শিখুন। এতে যেমনি ভুলকারী শুধরাবে তেমনি আপনার কথায় আরোও দুজন নিরবে নিযেকে শুধরে নিবে এবং ব্যাপারটা নিঃসন্দেহে ভাল।

ক্ষমা করবেন, আমি নিযেকে কোনদিক থেকেই জাহির করছি না বরং সাদা-কালো, সত্য-মিথ্যা আপনাদের মুখের উপর বলছি এবং চোখে আঙুল দিয়ে দেখাচ্ছিও এবং আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারাও এটাই করেন। মনে রাখবেন আপনি আগালেই দেশ আগাবে।

#বিঃদ্রঃ এই লেখাটি হুবহু কপি করে হাজার খানেক লাইক প্রাপ্ত কোন তথাকথিত সেলেব্রিটির আইডি থেকে পোষ্ট করা হলে কমেন্ট বক্সে তেলের ছড়াছড়ি হবে। ঐ যে জ্বি হুজুর জ্বি হুজুর আরকি... :-D :-D

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আহম্মকেরা সেলিব্রিটি হয় আর পন্ডিতরা তাতে লাইক দেয়! আপনি কোন তরিকায় আছেন?

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

সাকিব এ হাসান বলেছেন: তাহলে আমি পন্ডিতের পর্যায়ে পরি, তবে অবশ্যই যুক্তিযুক্ত পোষ্টে্ই লাইক দেই এবং কিছু বলার প্রয়োজনবোধ করলে তাতে কমেন্ট ও কর।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

প্রবাসী দেশী বলেছেন: আহম্মকেরা সেলিব্রিটি হয় আর পন্ডিতরা তাতে লাইক দেয়! বুদ্ধিমানেরা কমেন্ট করেন , নির্বোধেরা খালি পড়েই চলে যায় , শর্ট মেমোরি ওয়ালারা প্রিয়তে নিয়ে রাখে, মন্তব্য এডিট কইরা মন্তব্য করা দের কে আজকাল মানুষ ভালো চোখে দেখে (লুল ) তো ভাই আপনি কোন তরিকায় আছেন?

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

সাকিব এ হাসান বলেছেন: পন্ডিত থেকে শুরু করে সবগুলো দোষ গুনই আমার মাঝে আছে ভাই

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২২

কালীদাস বলেছেন: ফেসবুকের খবর তো জানিনা। আমি ব্লগের আহাম্মকগুলোকে দেখি। কত বড় ছেলেবিরিটি মনে করে একেকজন নিজেকে, কমেন্ট করলে রিপ্লাই দেয়ার প্রয়োজন ফিল করে না পরিচিত মুখ না হলে। কয়দিন আগে একজনকে এক পরিচিত ব্লগার মার্ক করলেন যে সবার কমেন্টের রিপ্লাই দেয়া উচিত। তো সেই ভদ্রলোক রিপ্লাই দিলেন যে তাঁর সময় হয় না সবসময়। পরে দেখি সেই ভদ্রলোক রিপ্লাই দেয়ার সময় না পেলেও ঐ পোস্টের পরে আরও ২/৩টা পোস্ট করে ফেলেছেন =p~ গতরাতে আরেকজনের পোস্টে মার্ক করে এসেছি, ভদ্রলোক কমেন্ট পেয়েছেন ১৪০+ আর নিজে মাত্র ৫বার কিবোর্ডে অন্যদের ধন্য করেছেন।

এই *** ছেলেবিরিটি কি কাজে লাগে?

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

সাকিব এ হাসান বলেছেন: হাহাহাহাহা... ব্লগে এসেছি বেশকিছুদিন পর, এসে যা দেখছি তা অনেকাংশে ফেসবুকের মতই করুণ। সেলেব্রিটি শব্দটা গণহারে গালি হিসেবে স্বিকৃিতি দেবার জন্য জোর দাবি জানাই।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৯

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: ভালো

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

সাকিব এ হাসান বলেছেন: ধন্যবাদ :-)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিশ্চয় সাদাকে সাদাই বলবেন এবং কালোকে কালো।

ধন্যবাদ ভাই সাকিব এ হাসান।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

সাকিব এ হাসান বলেছেন: ধন্যবাদ। জনাব, দোয়া করবেন যেন সেটা আজীবন পারি। আপনার জন্য শুভকামনা :-)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল সেলিব্রেটিই বেশি

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

সাকিব এ হাসান বলেছেন: হ্যাঁ, ম্যাঙ্গো পাবলিকের চাইতে সেলেব্রিটিই বেশি আজ কাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.