নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি-বোর্ড এর গাঁথুনীতে পৃথিবী হোক কারুকার্যময়।

সাকিব এ হাসান

খুব সাধারন একজন মানুষ মাত্র, এখন এছাড়া আর বেশি কিছু বলার নেই। সময় করে একদিন বলবো। নিজে ভাল থাকুন অন্যকে ভাল রাখুন।

সাকিব এ হাসান › বিস্তারিত পোস্টঃ

চাওয়া পাওয়া

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৩

যারা চাইতেই সবকিছু পেয়ে যায় প্রকৃতপক্ষে তাদের জীবন অনেকটাই অর্থহীন। কিছুদিন আগে খবরে পড়েছিলাম জার্মানের একজন ধনী ব্যক্তি অতিসুখে আত্মহত্যা করেছেন, তিনি এতটাই ধনী ছিলেন যে তার অর্থ পরিমান তিনি নিজেও জানতেন না এবং অর্থের বিনিময়ে পাওয়া যায় এমন জিনিস তিনি চাওয়ার পর যতদ্রুত সম্ভব তা পেয়ে যেতেন, এক সময় এমন জীবন তার কাছে মূলহীন হয়ে পরল। তার দামী দামী গাড়ী থাকতেও তিনি সাধারণ মানুষদের মত রাস্তায় দাড়িয়ে থাকতেন ট্যাক্সির জন্য শুধু মাত্র জীবনের অর্থ খুঁজতে, তা না পেয়ে অবশেষে তিনি আত্মহত্যা করেন।

অপর দিকে যাদেরকে একটা চাহিদা পূরণ করতে অনেকটা সাধনা করতে হয় বস্তুত জীবন তাদের কাছে অনে বেশি অর্থবহুল। কারন প্রতিদিন তিন বেলা ভাত জোগার করতেই তাদেরকে পৃথীবি নামক যুদ্ধক্ষত্রে যুদ্ধ করতে হয় অনবরত আর বাড়তি চাহিদার জন্য করতে হয় কাঙ্খিত সময়ের জন্য অপেক্ষা নামক সাধনা। জীবন পথের প্রতিটা পদক্ষেপই তাদের কাছে নতুন এক ভয়, রহস্য এবং জয়ের নেশা যা উপর তলার লোকেদের থাকেনা। পাজেল বা ধাঁধাঁ যেমন মেলাতে অনেক কষ্ট কিন্তু আগ্রহজনক! তেমনি নিচতলার মানুষদের জীবনটাও পাজেল বা ধাঁধাঁর মতই সহজে না মিললেও তা আগ্রহজনক। প্রকৃতপক্ষে এটাই অর্থবহুল সুখময় জীবন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই অনেক ভাল আছি, নিজেকে বড্ড সুখী মানুষ মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.