নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানবী

সামাহ পারভীন

সাধারণ মানবী...

সামাহ পারভীন › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনায়

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২২

আমি তাকে বলিনি আমার হাত ধরে বসে থাকতে ...
অথবা আমি ছক কেটে দিইনি -সে কত দূর যেতে পারব...
আমি চুপ চাপ তার চলে যাওয়া দেখেছি..
মন ভাঙ্গার করুন বাশির সুর একা একা শুনেছি...
আমি তাকে কখনোও পেছন থেকে ডাকিনি...
এক পা দু পা করে গুনেছি তার দূ্রত্ম...
পায়ের ছাপ হাতে ছুয়ে দেখেছি ... যে পথে সে শেষ বার এসেছিল...
ক দিন যাবৎ চুলে একটা এনা চেনা গন্ধ ...
তার হাতের হিংস্র্তার ছাপ এখানে ওখানে...
আমি তার দেয়া এক একটি দান... ঐশ্বর্যের মতন নিয়ে বুকে তুলি...
আমি তাকে বলিনি...ভালবাসতে-শুধু চুপচাপ তার চলে যাওয়া দেখিছি...
প্রার্থনায় তার সুখ এঁকেছি...
কারণ ভালবাসলে শুধু ভাল চাওয়াই যায়...
কারণ ভালবাসলে শুধু ভাল চাওয়াই যায়...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

রুদ্র জাহেদ বলেছেন: প্রার্থনায় তার সুখ এঁকেছি...
কারণ ভালবাসলে শুধু ভাল চাওয়াই যায়...
কারণ ভালবাসলে শুধু ভাল চাওয়াই যায়...

দারুণ বলেছেন।আসলেই তাই

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪১

সা দা মা টা বলেছেন:
"আমি তাকে কখনো পেছন থেকে ডাকিনি
এক পা দু পা করে গুনেছি তার দুরত্ব"

-ভালো লাগলো

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৮

রাফা বলেছেন: হুম.....যে চলে যাবে বলে পণ করে ,
তাকে ধরে রাখা যায়না।
কিন্তু সুখগুলো নিয়ে কষ্ট গুলো রেখে যায়।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

অমিত অমি বলেছেন: আমি তাকে বলিনি ভালোবাসতে শুধু চুপচাপ তার চলে যাওয়া দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.