![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর অনেক গভীরে তোকে পাই,
লাল চোখ, অথবা মায়া ভরা চোখের পাতা,
আর শক্ত ঐ দুহাতে আমার কপাল ছোঁয়া…
অথবা আকড়ে ধরিস আমার চিবুক
কোন অনন্তে ভাসার তীব্র আহ্লাদ তোর চোখে মুখে…
…
তোকে আমি পাই…ততটুকু না -যতটুকু তুই মেলে ধরিস…অথবা যতটুকু দিস,
নিজের মাঝে জ্যান্ত রেখে ,একটু একটু করে তোকে পাই,
নাই বা থাকলে…
তোর স্পর্শের তালপাতার বাতাসে আমি এখনোও ঘুমাই,
তোকে পাই...ঠিক ততটুকু –যতটুকু নিজেকেও পাইনা…
২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
Jahirul Sarker বলেছেন: ভালবাসার তালপাতা।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।