![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা পথে হাটছিলাম আমি,
হঠাৎ এ মনের পথে চলে এলে তুমি,
তোমার চোখের সে চাহনিতে,
মনের গহীনে আমি হারিয়েছি পথ।
জানি বাসবে না ভালো কখনোই আমায়,
কিন্তু জেনে রেখো প্রচুর বাসি ভালো তোমায়।
এভাবেই কেটে গেলো কিছুটা সময়,
বলিনি মনের কথা, মনে সংশয়
হঠাৎ দুজনের মাঝে এলো এক দেয়াল,
ততক্ষণ করিনি আমি তা খেয়াল।
যখন জেনেছি হয়ে গেছে অনেকটাই দেরি,
হারালাম আমি, ব্যর্থ আমি, অযোগ্য আমি।
জানি বাসবেনা ভালো কখনোই আমায়,
তবে জেনে রেখো প্রচুর বাসি ভালো তোমায়।
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০০
সমার দেওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
ধ্রুবক আলো বলেছেন: একদিন ভালোবাসা ফিরে আসবে।
লেখা ভালো হইছে, শুভ কামনা.....
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০০
সমার দেওয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩
মোস্তফা সোহেল বলেছেন: এভাবেই ভালবেসে যান একসময় ভালবাসা পাবেন