নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আকাশ ডাকে, পৃথিবী টানে অনন্তের পথে

০৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:২১

ছবিঃনেট
ডানাটা ছোট থাকতে কেউ তেমন গুরুত্ব দেয়নি। উড়ার স্বপ্ন ছিল, বাস্তবতার মাটিতে পড়ে থাকতে থাকতে দীর্ঘদিনের নানান অভিজ্ঞতায় ধীরে ধীরে ডানাটা বড় হলো আনকনসাস মাইন্ডে, মজবুত ও হলো, হাওয়ার স্পর্শে শিহরিত হলো।
তখন কেউ কেউ বলল, উড়ে যাও যেথায় খুশি, তুমি মুক্ত, উঁচুতে ওঠো আরো অনেক উঁচুতে ওঠো তুমি পারবে; এই রকম একটা ইমাজিনেশন করালো এস্থেটিক ভাইব‌ দিয়ে!

এই সমস্ত কারনে ডানার গতি দিন দিন বাড়তে থাকলো আকাশও হাতছানি দিলো তার ড্রিমিং ব্লু হোয়াইট ক্যানভাসে।

তবে আকাশ যেমন প্রশস্ত, তেমন নিষ্ঠুর ও। তার বাতাস ডানার জন্য অনুকূল না, একবার উড়তে শুরু করলে থামতে পারাটা আর নিজের হাতে থাকে না বুঝলে। ঝড় সহ্য করতে করতে, বজ্রপাতে জ্বলতে জ্বলতে ছাই হতে হয় শত বার; তবু থামা যায় না টু বি কনটিনিউর মত ঝুলতে থাকে কুয়াশার মতো ঘোলাটে মেঘে।

ডানা নিশ্চুপ দেখে মন দিয়ে শোনে; বোঝে যে তার আর এই জীবনে রিল্যাক্স করার সুযোগ নাই, রাগ নাই, দুঃখ নাই, আবেগ নাই, অনুভূতি নাই, এ এক অন্যরকম চ্যাপ্টার লাইফের।

অথচ তার উড়াকে ফ্রিডম ভেবে ঈর্ষা করে নানান‌জন, কেউ বাহবা দেয়, কেউ ভয় পায়। কেউ ভাবে, এত উড়ার সাহস কই পেলো! পিঁপীলিকার পাখা গজায় মরিবার তরে।

কেউ ভাবে, এত উঁচুতে গেলে তো আমাদের ছাড়িয়ে যাবে!" তারপর শুরু হয় কনস্পিরাসি।

কাঁচি হাতে কিছু মানুষ এগিয়ে আসে স্বেচ্ছায়। তারা বলে, তুমি যদি শান্তি চাও তবে কাছে আসো, ডানাটা এইদিকে বাড়িয়ে ধরো; গোড়া থেকে ভালো করে কেটে দেই; খুব বার বেড়েছে তোমার।

সবাইকেই একদিন ক্লান্ত হতে হয়, সবাইকেই একদিন চলে যেতে হয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর লিখেছেন।

০৭ ই মার্চ, ২০২৫ রাত ১:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৩:০৬

জনারণ্যে একজন বলেছেন: @ সামিয়া, সমস্যা এখানেই।

ডানা ছোট থাকলে তখন চারদিকে উৎসাহ (তথাকথিত) দেয়ার মানুষদের অভাব হয়না। আবার সেই ডানাই যখন বড়ো হয়ে আকাশে মেলে দিয়ে নিজের মতো করে একটু-আধটু স্বাধীনতার স্বাদ পেতে চায়, তখন তা কেটে-ছেঁটে ছোট করে দেয়ার মতো মানুষদেরও অহরহ দেখা পাওয়া যায় আশেপাশেই। আয়রনি হলো, পূর্বের উৎসাহদাতাদের কেউ কেউ দ্বিতীয় দলে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে তারস্বরে গলা ফাটাবে-ডানা বেশি বড়ো হয়ে গেছে, এই বলে কমপ্লেইন করবে। ইনফেরিওরিটি কমপ্লেক্স থেকে করে এরা এরকম? হয়তো বা।

ভালো হয়; ছোট্ট এই জীবনে যদি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, চুপচাপ তার দিকে এগিয়ে যাওয়া। নিজের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে যদি সাময়িক সময়ের জন্য হোঁচট খেতে হয়, তাও ভালো।

ডানা বরং শক্ত হয় তাতে আরো - বৈরী বাতাস/প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে ভবিষ্যতে লড়াই করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.