নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শওকত সমুদ্র

শওকত সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

জীবনের ব্যর্থ অধ্যায় (শুরুর কথা)

০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৭

অন্যান্য সবার মতই, আমিও সাফল্যে বিশ্বাসী। তবে, অন্য অনেকের মতই, সাফল্যের রঙিন দিক নিয়ে আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ি না। কিন্তু এমন ও না যে, সাফল্যের আবির আমি এড়িয়ে চলি।

সারাংশ বাদ দিয়ে বরং ভাব-সম্প্রসারণে আসি।

প্রতিটি মানুষ কাজ শুরুর আগেই মানসিকভাবে প্রস্তুতি নেয়, জয়ী হওয়ার, সাফল্যের। আদৌ কি মানুষ সব কাজে সফল! যদি তাই হত, তবে আজ পৃথিবী থাকতো না। নতুন স্বর্গ অথবা নরকে রূপান্তরিত হত।

আমি আসলে ব্যর্থতায় বিশ্বাসী। কেন? কিছু যুক্তি আমি তৈরি করেছি, যা কারো কারো কাছে ১ম শ্রেণীর পাগলের প্রলাপ মনে হতে পারে।
জীবনে কাজ করার কোন বিকল্প নেই, এটা সূর্যের মতই সত্য। আর সত্য সবসময় একটি সঙ্গী সাথে নিয়ে আসে। সঙ্গীর নাম? “কঠিন সত্য”।

কাজের সত্য হল, একদিন না একদিন সাফল্য আসবেই। প্রয়োজন অধ্যাবসায়, বুদ্ধিমত্ত্বা। আর কঠিন সত্য হল, প্রতিটি মানুষই প্রত্যেক কাজেই এই জোড় মেলাতে পারেন না, যার অপর নাম “ব্যর্থতা”।

যেহেতু আমি মানুষ, তাই “ব্যর্থতা”-ই আমার লক্ষ্য হিসেবে নির্ধারণ করি। পাগলের প্রলাপই বটে! তবে, ছোট একটা যুক্তি আছে। “ব্যর্থতা” যখন সামনে থাকে, তখন ছোট ছোট সাফল্য ও অনেক বড় অনুপ্রেরণা যোগায়। ওহ্! জানেন নিশ্চয়ই, অনুপ্রেরণা সাফল্যের অন্যতম জানালা।


(চলবে..........)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.