নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শওকত সমুদ্র

শওকত সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

জীবনের ব্যর্থ অধ্যায় (যবনিকা)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৯

ব্যক্তিগত জীবনের পরেই কিন্তু সামাজিক জীবন। "মানুষ সামাজিক জীব" এই নীতিবাক্য সমাজবিজ্ঞান বইয়ে আমরা অনেকবার পড়েছি। কিন্তু, আমাদের তথা মানুষের চিরাচরিত নিয়ম অনুসারে, পাঠ্যবইয়ের জ্ঞান পরিক্ষার খাতাতেই কবর দেই।

মনে করুন, আয়নার সামনে দাঁড়িয়ে আছেন আপনি। অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন, আয়নার বাইরের আপনি দাঁড়িয়ে থাকলেও আয়নার ভিতরের আপনি বসে আছেন! কি করবেন আপনি তখন!?

দু'টি ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল।

প্রথমতঃ, আপনি বসে পড়বেন যেন আয়নার বাইরের আপনি এবং ভিতরের আপনি একই অবস্থানে আসতে পারেন।

দ্বিতীয়তঃ, আপনি চোখ বন্ধ করে প্রানপণে চেষ্টা করবেন , আর চোখ না খুলতে।

আরেকটা ব্যাপার ঘটতে পারে যা দূর্ঘটনা বলাই শ্রেয়। আপনি সব ভুলে অজ্ঞান হয়ে গেলেন!

যা-ই ঘটুক, ভয়ানক ঘটনার সাক্ষী থাকবেন আপনি।

আমরা সবাই এই ঘটনার সাক্ষী।মনে প্রশ্ন ঝাঁপিয়ে উঠলো? কখন? কিভাবে?

ইদানিং চলচ্চিত্রগুলোতে সমাজের অসঙ্গতি গুলোকে সযত্ন এবং সচিত্র তুলে ধরা হচ্ছে। আমরা এ সমাজ সেবাকে সাধুবাদ জানাই। অসঙ্গতি গুলোর মধ্যে প্রাধান্য পায়, দারিদ্রতা, আত্ম অহংকার, পারিবারিক দ্বন্দ, নেশার কুফল এবং দেহব্যবসা।
এই চলচ্চিত্র গুলোর প্রধান উদ্দেশ্য জনসচেতনতা সৃষ্টিই বৈকি(!)

দারিদ্রতা, আত্ম অহংকার, পারিবারিক দ্বন্দ এই ধরণের চলচ্চিত্র গুলো দেখাকালীন আমরা "আহা" "উহু" অভিব্যক্তি প্রকাশ করি। কিন্তু নেশার কুফল এবং দেহব্যবসা সম্পর্কীয় চলচ্চিত্র গুলো অভিব্যক্তি সমূহের শেষের "আ" কার, "উ" কার গুলোকে সযত্নে গিলে ফেলে। কথাটা অশ্লীল মনে হলেও অবাস্তব নয় মোটেই।

আসলেই কি আমরা কিছু শেখার জন্য চলচ্চিত্র দেখি! নাকি শুধুমাত্র মনের পশুর ছায়াছবি দেখে তৃপ্ত হওয়ার জন্য!

আমি যতদূর জানি, চলচ্চিত্র একটি সমাজের আয়না স্বরূপ। মানছি, মানতেই হবে। কিন্তু, আগে নিজেই নিজেকে দেখে নেয়া ভালো।

"আমরা" শব্দটা ব্যবহার করছি কারণ অনেকগুলো আমি মিলেই তো "আমরা" হয়েছি। ভদ্রতার মুখোশে আর কতদিন সচেতনতা শিখবো! কোন চেতনা জাগ্রত করছি অজান্তে!

এইখানে, জীবনের অবচেতন অংশেও আমি ব্যর্থ।
আমি ব্যর্থ বলে যে, সবাই তাই, তা ভাবি না। "আমরা" স্বার্থক হলে, আমিও স্বার্থক হব বলেই আমার বিশ্বাস।
পরিশেষে----
" আমি অধম, তাই বলে তোমরা উত্তম হইবে না কেন!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.