![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই একরাত্রির চাঁদ
আজও একাকীত্বের শিহরন আহ্লাদে
সূঁচপতন নিরবতায় ভাসে
কার্তিকের শুক্লা-প্রতিপদে।।
একটু বাড়ে, একটু কমে কখনও
নৈশসম্রাটের জ্যোৎস্নামাখা আবেগ।
কখনো অসাবধানতায়
ঈশানের পুঞ্জমেঘ।।
কেউ চিত্তবৃত্তিহীন, কারো
অধঃপতন সংশয়..
অসংখ্যের সংসারে
চাঁদ চাঁদোয়া জেগের রয়।।
চাঁদ,
কখনো স্বপ্নপারাবারের খেয়ার মাঝি,
কখনো গাঙুড়ের জলে কাঞ্চন দ্যুতি।
কখনো একলা অম্বর অধিপতি,
সাতশো নক্ষত্র ভার্যার অধিপতি।
একলার কাছে একলা,
ভিড়ের কাছে নক্ষত্রঘেরা।
পুলকের কাছে আলোকিত,
বিষাদের কাছে মনমরা।।
২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬
মিথী_মারজান বলেছেন: "অস্তিত্ব লেখনীতে, বিশ্বাস অনামিকায়"
- এ লাইনটাও খুব চমৎকার লেগেছে আমার কাছে।
আপনি আসলেই খুব ভালো লিখেন।
হ্যাপী ব্লগিং।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য। প্রশংসাগুলো তুলে রাখলাম উদ্যোগের রসদের মতো করে।
৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক?
অনেকদিন আপনাকে ব্লগে দেখা যায় নি?
একটু নিয়মিত হওয়া যায় না??
@"সেই একরাত্রির চাঁধ (চাঁদ)
০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:২৩
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: হ্যাঁ নিয়মিত হতে পারিনা। পরীক্ষা চলে তো মাঝেমাঝে। আর তাছাড়া ব্লগের পাঠক খুব কম। প্রথম পাতায় আশার সুযোগ পাবো কবে কি জানি!
ওটা চাঁদ'ই হবে। এডিট করেদিচ্ছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২১
মিথী_মারজান বলেছেন: বাহ্!
খুব সুন্দর লিখেছেন তো!