নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধাসিধে মানুষ। ভালোবাসি লিখতে, তাই লিখে যাই, মনের খোরাক বলা যায়। ভালোবাসি সহজ, সরল প্রানবন্ত মানুষগুলো, প্রকৃতিতে খুঁজে পাই বাঁচার নতুন আশা। লেখকের অনুমতি ব্যতিত কোন কবিতা যেকোন কোথাও কপিপেস্ট করা যাবে না।

সন্জয় চক্রবর্তী

মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর

সন্জয় চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

চলে এসো তুমি

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩

মন বলে তুই ফিরে চল আমার ছোট্ট ঘরে
ভালোবাসবি তুই দিবানিশ আমায় আপন করে
নীলাম্বরী বেশে তুই থাকবি হেসে খেলে
দু চোখ ভরে দেখবো যেন পরাণ আমার দোলে
ব্যথা কভু দিস না মনে, বলতে চাই এ কথা
তোকে নিয়ে আমার মনে কতই স্বপ্ন গাঁথা
চলার পথে হঠাৎ যদি আধার নেমে আসে
থাকবি কি তুই আমার পাশে, মমতারই হাসি হেসে
অশ্রু ভরা নয়ন কভু দিস না হতে মোর
সেই চিন্তায় এখন আমার রাত যে হয় ভোর
একলা মানুষ একলা হয়ে কতকাল আর রইবো
তোমায় ছাড়া এ জীবনে আর কত দুঃখ বইবো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.