![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
মন বলে তুই ফিরে চল আমার ছোট্ট ঘরে
ভালোবাসবি তুই দিবানিশ আমায় আপন করে
নীলাম্বরী বেশে তুই থাকবি হেসে খেলে
দু চোখ ভরে দেখবো যেন পরাণ আমার দোলে
ব্যথা কভু দিস না মনে, বলতে চাই এ কথা
তোকে নিয়ে আমার মনে কতই স্বপ্ন গাঁথা
চলার পথে হঠাৎ যদি আধার নেমে আসে
থাকবি কি তুই আমার পাশে, মমতারই হাসি হেসে
অশ্রু ভরা নয়ন কভু দিস না হতে মোর
সেই চিন্তায় এখন আমার রাত যে হয় ভোর
একলা মানুষ একলা হয়ে কতকাল আর রইবো
তোমায় ছাড়া এ জীবনে আর কত দুঃখ বইবো
©somewhere in net ltd.