![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
কোন সে আলোর পরশ, আজি লাগলো মোর গায়
জানিয়ে গেলো এ কোন বার্তা মনে আমার হায়।
মনটা আমার ছিলো কতই নানান পাখির গুন্জরে
সকাল হলেই পাড়ি দিতাম নদী কিংবা প্রান্তরে।
বড় হবার আশে দেখতাম কতই রঙের কল্পনা
স্বপ্ন হঠাৎ সত্যি হবে জানিয়ে দিতো জল্পনা
এমনি ভাবে দিনগুলো মোর চলে যেতো আনমনে
হঠাৎ চোখে এ কোন আলো ছড়িয়ে গেলো মনের কোনে।
উল্টোরথে চড়ে আমি যাচ্ছি চলে এ কোন দেশে
মনটা আমার কবেই গিয়ে বসে আছে রঙীন বেশে
আজব দেশে আজব বেশে দেখছি কতই সুখের স্বপন
উঁকি দেবে চাঁদ সেই আশাতে মুদছে না তাই আমার নয়ন
কবে দেখবো দু চোখ জুড়ে আমার প্রিয়ার মুখখানি
স্তব্ধ চোখের ঈশারায় আমি ডাকবো তারে মনমোহিনী
©somewhere in net ltd.