![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
যে ছিল আমার স্বপ্নচারিনী, হে মোর মনোহরিনী
শুধাই তারে ওগো মধুযামিনী
জেগেছে মনে আমার সপ্তসুরের রাগিনী।
চলে এসো তুমি কোন এক শ্রাবণে
ভালোবাসবো তুমায় আঁখীর বাঁধনে।
মিছে মিছি দূরে সরে থেকোনা দাঁড়ায়ে
চেয়ে দেখো ঐ সূয্যিমামাও চলেছে অস্তপাড়ে।
দেখে যাও, তুমি জোনাকিরা কত মেলেছে আলোর ডানা
পূবালী রাতে অবগাহন করিব, খুঁজে নতুন ঠিকানা।
দেখে যাও, তুমি দিঘীর জল আজ ছেয়েছে পদ্ম ফুলে,
আসবে জেনে সাধ করেছে, ওরা গুজবে তোমার চুলে।
রংধনু দিয়ে রাঙাবো তোমায় সূর্যস্নাত সকালে,
শুকতারাটা টিপ হয়ে, তখন বসবে তোমার কপালে
তরু তলে বসি, একাকি স্বপনে কল্পনায় বানভাসি,
চাইছে যে ভীষন, বলতে আজ, আমি তোমায় ভালোবাসি।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন।