![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
আমি আবার প্রেমে পড়লাম
তোমার চোখের ঘূর্ণিস্রোতে আমি দিশেহারা হয়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম
আমি যবে দেখি, বাতায়ন খুলে, পৌষের হাওয়ায় শিশির খেলে
প্রজাপতিরা ডানা মেলে মেলে, সকাশে উড়ে যেতে দেখলাম
আমি তখনই প্রেমে পড়লাম
পারিজাতের গন্ধ ভরা, দেহলতায় আমি বিমোহিত হয়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম
আমি দেখেছি কতই শারদো আকাশে, শুভ্র মেঘেরা খেলিছে প্রাতে
ধূলোমাখা তীরে কাশফুল দোলে মাতাল সমীরণে
শুকতারা যখন গোধূলির ক্ষণে জ্যোতি ছড়াতে দেখলাম
আমি তখনই প্রেমে পড়লাম
আঁখিতে আঁকা কাজলের বাঁধনে, আমি আমাতে হারায়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম।
২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৮
বিজন রয় বলেছেন: প্রেমের জয় হোক। বার বার প্রেম আসুক।
দারুন কবিতা।
ছবি সংযুক্ত লেখা শুরু করার আগেই করতে হবে, তাহলে ছবিটি প্রথমেই দেখা যাবে।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আবার আবার আবার প্রেমে পড়বেন যতদিন বেঁচে থাকবেন এই বাংলায়। বাংলার নদী বাংলার নারী বাংলার ফুল বাংলার ফল,আকাশ বাতাস মাঠ ঘাট ঘাস ভালবেসে প্রেমে পড়বেনই বারোমাস।।