নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধাসিধে মানুষ। ভালোবাসি লিখতে, তাই লিখে যাই, মনের খোরাক বলা যায়। ভালোবাসি সহজ, সরল প্রানবন্ত মানুষগুলো, প্রকৃতিতে খুঁজে পাই বাঁচার নতুন আশা। লেখকের অনুমতি ব্যতিত কোন কবিতা যেকোন কোথাও কপিপেস্ট করা যাবে না।

সন্জয় চক্রবর্তী

মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর

সন্জয় চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

রঙীন ঘুড়ি

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬


কোন সে আলোর পরশ, আজি লাগলো মোর গায়
জানিয়ে গেলো এ কোন বার্তা মনে আমার হায়।
মনটা আমার ছিলো কতই নানান পাখির গুন্জরে
সকাল হলেই পাড়ি দিতাম নদী কিংবা প্রান্তরে।
বড় হবার আশে দেখতাম কতই রঙের কল্পনা
স্বপ্ন হঠাৎ সত্যি হবে জানিয়ে দিতো জল্পনা
এমনি ভাবে দিনগুলো মোর চলে যেতো আনমনে
হঠাৎ চোখে এ কোন আলো ছড়িয়ে গেলো মনের কোনে।
উল্টোরথে চড়ে আমি যাচ্ছি চলে এ কোন দেশে
মনটা আমার কবেই গিয়ে বসে আছে রঙীন বেশে
আজব দেশে আজব বেশে দেখছি কতই সুখের স্বপন
উঁকি দেবে চাঁদ সেই আশাতে মুদছে না তাই আমার নয়ন
কবে দেখবো দু চোখ জুড়ে আমার প্রিয়ার মুখখানি
স্তব্ধ চোখের ঈশারায় আমি ডাকবো তারে মনমোহিনী

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

এন.আর মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন।
তবে সঠিক জায়গায় দাঁড়ি কমা না থাকায় পড়ে মজা পাইনি।

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


কবিতা পড়ছি, আনন্দ পাচ্ছি, ভুলে যাচ্ছি

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

রাজসোহান বলেছেন: সাধু চলিত মিশ্রণ ভালো লাগে নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.