| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্জয় চক্রবর্তী
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর

মাগো তোমার অপার দয়ায়, জন্ম হলাম আমি
ইচ্ছে হয় সারাটাজীবন, তোমারই চরণ চুমি।
জন্ম হলাম আমি যখন, কেউ ছিলনা পাশে
চেয়ে ছিলাম তোমার চোখে, একটু আদর পাবার আশে।
দুঃখ, কষ্ট, যাতনা ভুলে কোলে নিলে তুমি
হাসি মাখা ঐ মুখটি দেখে অবাক হলাম আমি
মন বলে আর কোথায় গেলে এমন শান্তি পাবি...?
বোধহয় যেন এই মানবী স্বর্গেরই কোন দেবী।
সুখে, দুঃখে, অর্হনিশি তুমি আছো ছায়ার মতো
সব বেদনা গেলাম ভূলে, মনে আমার ছিলো যতো
জগৎ জুড়ে এমন মানুষ পাবো কি আর কোনদিন....?
হৃদয় জুড়ে থাকবে মাগো হয়ে যেন চির অমলিন....
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।