![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
তুই আসবি কখন বল?
আমায় সঙ্গে নিয়ে চল।
হাতে হাত ধরে ভেসে যাবো দু-জন
নিয়ে জোনাক সারির দল।
তুই আসবি কখন বল?
তুই আসবি কখন,
সহে না যে মন, খুঁজে তোকে অন্তপ্রাণ
ঘুরবো মোরা চড়কের মেলায়, সকাল থেকে সায়ান।
রেশমী চুড়ী আর বিছার নূপূর, সব-ই দেবো কিনে
বলতে পারিস তুই ছাড়া আর কে আছে এই ভূবনে?
দূরে দূরে থেকে, করিস নে আর, মিছেমিছি ছল
তুই আসবি কখন বল?
তুই আসবি কখন, আকাশে এখন মেঘমল্লার হাতছানি
বৃষ্টি নামবে প্রেমের ধারায় নয়তো হবে জানাজানি
ভেজা সমীরন হয়ে আনমন, তোর-ই অপেক্ষায় রত
গিয়েছে শ্রাবণ বিষীত এ মন আর প্রতীক্ষা কত?
শুকতারাটা পথ চেয়ে চেয়ে বিরহী অস্তাচল
তুই আসবি কখন বল?
২| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।