![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
আজ আমি দূর্নিবার, মহাবিশ্বের এক ভয়ংকর জলোচ্ছ্বাস
শশ্মানের আগুনে পুরিয়ে দিলাম তাই, ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস।
আমি ক্রোধ, আমি বিষাদ
আমি যেদিকে যাহা পাই, তাই করে দেই নিপাত
আমি কষ্ট, আমি বিলাপ
আমি মায়ের কোলে রাখা, পুত্র লাশের অভিশাপ।
আমি সুরের ধ্বনিতে বেজে উঠা, সেই লাল সবুজের স্বাধীনতা
আমি রাতের আধারে মিলিয়ে যাওয়া, অবলা নারীর কোমলতা।
আমি বর্বরতার ভয়াল বিষে, দগ্ধ হওয়া নিকষ কালো রাত
আমি এক নদী রক্ত পার করা, নতুন রাঙা প্রভাত।
আমি বাঁচিয়া রবো ততদিন, যতদিন রবে মমো হুংকার
আমি সৃজন করিবো বিশ্বচরাচর, শত্রু করিবো সংহার।
আমি দুখিনি মায়ের আঁচলে ঢাকা, চাপা কান্নার স্বর
আমি বৃদ্ধ পিতার পথের দিশা, বেদনার কালো প্রহর।
আমি জাগাবো মনে আশার আলো, গাইবো বেঁচে থাকার গান
আমি কার্তিকের শেষে, নবান্নের বেশে গৃহিণীর হাসি অফুরান।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: গুড লেগেছে।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯
অতঃপর তুমি বলেছেন: দারুন দারুন
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩১
কিংবদন্তির জার্নাল বলেছেন: ভাল লিখেছেন, শুভকামনা রইল।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
সন্জয় চক্রবর্তী বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: বাহ্! বেশ!!