![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
এখন আমি শুধু একা, বলতে পারো ভীষন একা
ঝুট-ঝামেলা সব পেরিয়ে, মানসপটে স্মৃতি আঁকা।
মনে আমার ছিল যখন, লক্ষ কোটি প্রেমের ধারা
অষ্টপ্রহর তোমার লীলায়, নয়নতারায় বাঁধনহারা।
ছন্নছাড়া এই জীবনে, তুমিই ছিলে সুখের তারা
উপচে পড়া স্বপ্নে বিভোর, হচ্ছি যে তাই তন্দ্রাহারা।
তুমিই ছিলে সংগোপনে, মনের গহীন আস্তরণে
চাঁদের সাথে উঠে যেমন, জ্যোৎস্না সারা আলিঙনে।
নিত্য তোমার চোখেতে কাজল, পরনে নীলাভ শাড়ি
অজ্ঞাতসারে বলে যে এ-মন, তুমি আমার নীলাম্বরী।
বুঝলেনা তুমি, বুঝবেনা তুমি, এই হ্রদয়ের ধারা
তুমিই ছিলে মনোহরিনী সাক্ষী সন্ধ্যাতারা।
চিরবিরহী এই আমি আজ, ক্ষয়িষ্ণু অশ্রুজল
বিধির বিপাকে রুদ্ধ জীবন, প্রনয় অস্তাচল।
মায়াময়ী ছিলে হলে পরবাসী, বিলীন চরণধ্বনী
চিরস্মৃতিময়ী হয়ে রবে যে তুমি, দিবস কিংবা রজনী।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
ধ্রুবক আলো বলেছেন: চমৎকার লেখনি, খুব সুন্দর হইছে....
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
মিশখাতুল আলম আজাদ বলেছেন: সুন্দর হইছে...
আপনি কি চাকরি খুঁজছেন?বিস্তারিত জানার জন্য , অনুগ্রহ করে পরিদর্শন করুন |
Are You Looking For Jobs?For More Info: Please visit- http://findctgjobs.blogspot.com/
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
কানিজ রিনা বলেছেন: েবেশ ভাল লাগল।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
খায়রুল আহসান বলেছেন: সুন্দর আবেগী কবিতা, ছবিটাও সুন্দর।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিরহিত হৃদয়ের চমৎকার উপস্থাপন হয়েছে কবিতায়
ভালো লাগলো দাদা
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫
মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা, অনেক ভাল লাগল