![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
নীল আকাশের চাঁদনী তুমি, বাজাও আপণ সুর
বরিষার ছন্দে মাতে, তোমারই পায়ের নুপূর।
কঙ্কনেরই শব্দ শুনে, মনে জাগে শিহরন
কোন মাসেতে তুমি আসবে বন্ধু, আষাঢ় নাকি শ্রাবণ।
ওড়নাখানি উড়ালে তুমি, কোন আকাশের পানে
চেয়ে দেখো আমি দাঁড়ায়ে আছি, তোমারই আহ্বানে।
কাজল কালো দুটি চোখের তারায়, কি যে ছবি আঁকা
এসো বন্ধু আছি বসে, পথো চেয়ে একা।
তোমারই মুখে যখন, পড়ল চাঁদের আলো
মনে মনে বলি আমি, তোমায় বাসি অনেক ভালো।
স্বপ্নে দেখা কন্যাটির, আমি নামটি দেবো তিলোওমা
ভালোবাসবে তো সত্যি করে, হয়ে যেনো মোর অনুপমা।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
নাগরিক কবি বলেছেন: ভাই সবাইতো ভাল লাগছে বলবে, কিন্তু আমার কাছে মোটামুটি লাগছে। শেষ দুটি লাইন খুবই সুন্দর। কিন্তু উপরের দিকে কথা গুলো আরো শ্রুতিমধুর করতে পারতেন, আমার মনে হয়। মনে কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
সন্জয় চক্রবর্তী বলেছেন: আপনার সুন্দর মতামত আমার লেখাকে আরো প্রানোবন্ত করে তুলবে, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১
কানিজ রিনা বলেছেন: ভাললাগল।