![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
আমি আবার প্রেমে পড়লাম
তোমার চোখের ঘূর্ণিস্রোতে, আমি দিশেহারা হয়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম
আমি যবে দেখি, বাতায়ন খুলে, পৌষের হাওয়ায় শিশির খেলে
প্রজাপতিরা ডানা মেলে মেলে, সকাশে উড়ে যেতে দেখলাম
আমি তখনই প্রেমে পড়লাম
পারিজাতের গন্ধ ভরা দেহলতায়, আমি বিমোহিত হয়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম
আমি দেখেছি কতই শারদো আকাশে, শুভ্র মেঘেরা খেলিছে প্রাতে
ধূলোমাখা তীরে কাশফুল দোলে, মাতাল সমীরণে
শুকতারা যখন গোধূলির ক্ষণে, জ্যোতি ছড়াতে দেখলাম
আমি তখনই প্রেমে পড়লাম
আঁখিতে আঁকা কাজলের বাঁধনে, আমি আমাতে হারায়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা। প্রেম না থাকলে কবিত হয় কি করে। খাওন চাই শাহরিয়ার কবীর ভাইয়ের রেশ ধরে ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২
সন্জয় চক্রবর্তী বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাই এবং শাহরিয়ার কবির ভাই, খাবেন কুরিয়ারে পাঠিয়ে দেব। আপনাদের ভালো লাগা, আমার অনুপ্রেরণা।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪
অতঃপর হৃদয় বলেছেন: এত প্রেম!!!!! আমি একজনেরই বার বার প্রেমে পড়েছি!!!!
৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১১
ধ্রুবক আলো বলেছেন: প্রেমে পরা ভালো, ভালোবাসুন মন খুলে,
শুভ কামনা রইল, কবিতা ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেমে পড়েছেন আপনি ,তাহলে আমাদের কি ?
তারাতারি মিষ্টি খাওয়ান, নাহয় বৈশাখীর নুন সহ পান্তা ।
কবিতা সুন্দর হয়েছে ।