![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
ভালো লাগে রোজ সন্ধ্যে সকাল
দিনে দিনে হচ্ছি যে বেসামাল
বুনছি আমি প্রেমেরই ইন্দ্রজাল
তুই আমার-ই
আয় আয় ফিরে আমার নীড়ে
তোকে নিয়ে স্বপ্ন হাজার
নীল চাহুনি, আগে তো দেখিনি
চলনা হারাই আবার
তোরই জন্যে দেখ হচ্ছি যে আমি পুরোটাই প্রেমাতাল
ভালোলাগে রোজ সন্ধ্যে সকাল
দিনে দিনে হচ্ছি যে বেসামাল
বুনছি আমি প্রেমেরই ইন্দ্রজাল
তুই আমার-ই
তর উড়ো চুলে, বাদল ঝরে
ভিজিয়েছি আমার শহর
কিছুটা উদাসী, কিছুটা বানভাসি
হয়ে কাটছে আমার প্রহর
তোরই জন্যে দেখ হচ্ছি যে আমি পুরোটাই প্রেমাতাল
ভালোলাগে রোজ সন্ধ্যে সকাল
দিনে দিনে হচ্ছি যে বেসামাল
বুনছি আমি প্রেমেরই ইন্দ্রজাল
তুই আমার-ই
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালোবাসার গান ভাল লেগেছে +