নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধাসিধে মানুষ। ভালোবাসি লিখতে, তাই লিখে যাই, মনের খোরাক বলা যায়। ভালোবাসি সহজ, সরল প্রানবন্ত মানুষগুলো, প্রকৃতিতে খুঁজে পাই বাঁচার নতুন আশা। লেখকের অনুমতি ব্যতিত কোন কবিতা যেকোন কোথাও কপিপেস্ট করা যাবে না।

সন্জয় চক্রবর্তী

মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর

সন্জয় চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

আগমনী

২৮ শে মে, ২০২০ দুপুর ১২:১৯



আজকে না-হয় থাক,
তুমি অন্য বর্ষায় এসো।
খোঁপায় দিয়ে কদমের ফুল,
আর পাশে এসে বসো।

হাতটি ধরো সযতনে,
রেখে দিয়ে সব অভিমান।
চাইছি তো শুধু ভালোবাসা,
কেন তবে তুমি নিষ্প্রাণ?

কেন যে তোমার বিরহী আবেশ,
ভেবে পাই না সারা।
হৃদয়ের টানে কাছে গিয়েও আজ,
হয়েছি তৃপ্তিহারা।

তবুও তোমার
দীঘল কালো, জলের মত আঁখি,
আর হিয়ায় ভাসে মেঘ।
কখন যে, ঝরবে হঠাৎ বরষা
মনেতে জাগে উদ্বেগ।

তাই.....
আজকে না-হয় থাক,
অন্য শারদে ঘুরবো।
বাসন্তী শাড়িতে আর কাঁচের চুড়িতে,
ভালোবাসা না-হয় বুনবো।

দেখবে তখন,
নীল যমুনায় ভিজবে তুমি, ভুলবে বিরহ
আর বাজবে মাতাল বাঁশি।
নয়নে ভাসবে পুরনো স্মৃতি,
আর ঠোঁটে? নীলরঙা হাসি।

আর এভাবেই,
তুমি বেঁচে রবে, হৃদয়ে মম,
মৌন আগমনী।
নশ্বরতার দেহ, হউক তুমিময়
কি দিবস কিংবা রজনী।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:৩৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: +++

২| ২৮ শে মে, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। আমি যে কেন কবিতা লিখতে পারি না!!!

৩| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা ।

৪| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৫৮

আল-ইকরাম বলেছেন: পড়লাম। বেশ! শুভেচ্ছা অগনিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.