![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
আজকে না-হয় থাক,
তুমি অন্য বর্ষায় এসো।
খোঁপায় দিয়ে কদমের ফুল,
আর পাশে এসে বসো।
হাতটি ধরো সযতনে,
রেখে দিয়ে সব অভিমান।
চাইছি তো শুধু ভালোবাসা,
কেন তবে তুমি নিষ্প্রাণ?
কেন যে তোমার বিরহী আবেশ,
ভেবে পাই না সারা।
হৃদয়ের টানে কাছে গিয়েও আজ,
হয়েছি তৃপ্তিহারা।
তবুও তোমার
দীঘল কালো, জলের মত আঁখি,
আর হিয়ায় ভাসে মেঘ।
কখন যে, ঝরবে হঠাৎ বরষা
মনেতে জাগে উদ্বেগ।
তাই.....
আজকে না-হয় থাক,
অন্য শারদে ঘুরবো।
বাসন্তী শাড়িতে আর কাঁচের চুড়িতে,
ভালোবাসা না-হয় বুনবো।
দেখবে তখন,
নীল যমুনায় ভিজবে তুমি, ভুলবে বিরহ
আর বাজবে মাতাল বাঁশি।
নয়নে ভাসবে পুরনো স্মৃতি,
আর ঠোঁটে? নীলরঙা হাসি।
আর এভাবেই,
তুমি বেঁচে রবে, হৃদয়ে মম,
মৌন আগমনী।
নশ্বরতার দেহ, হউক তুমিময়
কি দিবস কিংবা রজনী।
২| ২৮ শে মে, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। আমি যে কেন কবিতা লিখতে পারি না!!!
৩| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৩০
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা ।
৪| ২৮ শে মে, ২০২০ দুপুর ২:৫৮
আল-ইকরাম বলেছেন: পড়লাম। বেশ! শুভেচ্ছা অগনিত।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০২০ দুপুর ১২:৩৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: +++