![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
শুধু তোমারি প্রতি, দূর্বল অতি, তোমাতে সঁপেছি মন
একটাই চাওয়া, তোমারেই পাওয়া, পাশে থাকা আজীবন।
ভালোবাসি তোমায়, বলি শতলক্ষ বার, যদি ঘুঁচে ব্যাকুলতা
ইচ্ছে একটাই, শুধু তোমাকে চাই, ওগো মোর চারুলতা।
ভালোবেসে তোমায় অন্ধ হয়েছি, কিই- বা ক্ষতি তাতে?
সন্দেহের কাঁটা যেন, ফুটে না ওঠে, থেকো তুমি মোর সাথে।
একটাই সম্বল তুমি যে আমার, যদি প্রেমে ঘুণে ধরে
জেগে উঠে ভয়, কি জানি কি হয়, আমি ভাবি একা অবসরে।
বিশ্বাস আমার অটল অনড়, যেমন স্বচ্ছ দিঘীর জল
থরে থরে সাজে, মনেরই মাঝে, ভালোবাসার শতদল।
তবুও যদি কাঁদে মোর হিয়া, জেনে রেখো তুমি সেদিন
পাবে না কো তুমি ছায়াটিও মোর, হব যে তখন লীন।
সেদিন তুমি বুঝবে....
সন্ধ্যালগ্নে জোনাকির সাথে, আমায় তুমি খুঁজবে
নয়নে ঝরবে অশ্রুধারা, বিরহীর সাজে সাজবে।
ললাটের ভাঁজে আমার-ই চিন্তা, ভেবে হবে দিশেহারা
একাকী শয়নে, আশাহীন স্বপনে, হবে যে তন্দ্রাহারা।
ভয় পেলে.....?
পেয়ো নাকো ভয়, যাবো না ছেড়ে, স্বভাবে বেধেছো আমায়
হৃদয় আসনে, আসিন তুমি, মিশে আছো মোর কায়ায়।
আর এভাবেই যেন, চিরকাল ধরে, বেসেছি তিমির ভেদিয়া
আজ বরণ করে নাও গো সখি, বকুলের মালা গাঁথিয়া।
০৮ ই জুন, ২০২০ বিকাল ৩:০০
সন্জয় চক্রবর্তী বলেছেন: যাবে না কেন ভাই? লিখি তো সব বিষয়-ই, তবে আগের পাঠক আর এখন পাঠকদের মধ্যে অনেক বৈচিত্র্য। কবি যদি একটা বিষয় নিয়ে লিখে আর পাঠকরা সেই লেখার সমুচিত ভাবনা প্রকাশ না করে তাহলে, কবিদের ভাবনার দৃষ্টিকোণ বদলে যায় এবং পাঠক যে বিষয়টা বেশি পছন্দ করে তার ওপর-ই বেশি প্রাধান্য দেয়।
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য। ভবিষ্যতে নতুন বিষয় বিচরণে যত্নশীল হব
২| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
৩| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:০৫
কৃষিজীবী বলেছেন: পড়লাম,ভালোই তো লাগলো
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগের কবিদের কি একটাই বিষয়, প্রেম আর নারী।দেশের সবলোক কি শুধু প্রেম করে বেড়ায়।তারা কি জীবনের জন্য সংগ্রাম করে না।তারা কি মানুষের জন্য কিছু করে না।নাকি এসব নিয়ে কবিতা লিখা যায় না?