![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
পথিমধ্যে বনচ্ছায়ে পউষের আবেশে,
মৃদুমন্দ হাওয়া বয়, সরল নিঃশ্বাসে।
তারই মাঝে দুটি শিশু, খেলাধুলার রত
পুতুলের বিয়ে হবে, আনন্দ কত।
সারাদিন ধূলিসম পথের বুকে,
অশান্ত মোহে খেলা করে, যুগান্তরের সুখে।
ধুলি জমে চোখে, মুখে, আর ধুলো দিয়ে মনে,
পালিয়ে বেড়ায় বাবা, নিত্য হুতাশনে।
স্নেহহীন দুটি চোখ, এড়ানো যে দায়,
কবে জানি বলে উঠে, বাবা! মা কোথায়?
অসহায় জলরাশি, ফোঁটায় ফোঁটায় ঝরে,
কি করে বলবো তাদের, তাকে হারিয়েছি চিরতরে।
ঘুমের ঘোরে, খেলার ছলে, একটা শুধুই বায়না,
মা এনে দাও, মা এনে দাও, আর যে প্রানে সয়না।
মৌন দুঃখের অন্তরালে, অভিমান জমে বিষাদে,
পরাজিত এক বাবার কাছে, করুন আর্তনাদে।
শুনে সব বায়না, বাবা বলে, শুনরে বাছা ওরে,
মা যে গেছে শ্বশুড়বাড়ী, পুতুল কনের ঘরে।
নিশুত রাতে আসবে সে যে, বসবে কাছে এসে,
নয়না চুমে সোহাগ দেবে, বুকের কোলটি ঘেঁষে।
এমনিভাবেই নিতুই আসে, আঁধার স্রোতে ভেসে,
অগাধ জীবনে পায় নি তারে, পেয়েছে দূর্বা ঘাসে।
ঘাসের ডগায় শিশির বিন্দু, জলছবি এঁকে মনে,
অভাগা আমার পথ চেয়ে রয়, বসিয়ে হৃদ-আসনে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
মেহেদি_হাসান. বলেছেন: বাহ চমৎকার হয়েছে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭
অধীতি বলেছেন: দারুন ছন্দমিল । কাহিনির পূর্ণরূপ ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। ছোট বেলায় পড়া "কাজলা দিদি" কবিতাটি মনে পড়ে গেল।
১৩ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১০
সন্জয় চক্রবর্তী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ একটি কবিতা লিখেছেন, খুবই মর্মস্পর্শী!
কবিতা পড়ার সময় মানসপটে অনেক কাল্পনিক ছবি ভেসে ওঠে।
এত্ত সুন্দর একটি কবিতা এত অল্প পঠিত, এবং এত কম মন্তব্যপ্রাপ্ত, যা দেখে ব্যথিত হ'লাম। কবি'র প্রতি সহানুভূতি জানাচ্ছি। আপনি কবিতা লিখে যান, পোস্ট করে যান, পাঠক একদিন পাবেনই। কারণ আপনার কবিতায় মনের সংবেদনশীলতা ভাস্বর।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭
সন্জয় চক্রবর্তী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা, আপনাদের উৎসাহ আমার কলমকে আরো শক্তিশালী করে তুলবে, যাতে করে এমন আরো কবিতা লিখে যেতে পারি। আর্শীবাদ কাম্য
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৫
Sujon Mahmud বলেছেন: সুন্দর লেখনি।চালিয়ে যান