নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধাসিধে মানুষ। ভালোবাসি লিখতে, তাই লিখে যাই, মনের খোরাক বলা যায়। ভালোবাসি সহজ, সরল প্রানবন্ত মানুষগুলো, প্রকৃতিতে খুঁজে পাই বাঁচার নতুন আশা। লেখকের অনুমতি ব্যতিত কোন কবিতা যেকোন কোথাও কপিপেস্ট করা যাবে না।

সন্জয় চক্রবর্তী

মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর

সন্জয় চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

স্মরণ

২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:০১



মনে পড়ে আজ, ধূসর অতীত
স্মরনে আছে সেই মুখ।
সাধ ছিল, সাধ্য ছিল না
থমকে ছিল বুক।।

আড়চোখে, যেদিন তাকিয়েছিলাম
পদ্মপাতার ফাঁকে।
নিশীথ শীতল চোখখানি তার
সমস্বরে ডাকে।।

কলেবরে তার, মৃদু মৃদু আভা
হাসিতে ফুটে কামিনী।
স্বপ্নগুলো সব, ঘুমহীন হয়ে
কাটিয়েছে কত যামিনী।।

সভয়ে হাটি, পিছু পিছু তার
বলতে ভালোবাসি।
কোন শব্দের মালা পড়ালে
শ্রাবণ হবে উদাসী।।

বিধাতা যেন, এনেছেন তাঁকে
আমারই বাসনার তীরে।
চিরসাথী সে, হয় যেন মোর
জন্ম-জন্মান্তরে।।

বলে দিব তাকে, হৃদয়পুরে
বানিয়েছি এক প্রতিমা।
তুমি রাজি হলে, রাঙাইব তাকে
নাম দেবো নিরুপমা।।

বুঝিনি আমি, সে এত্ত দামী
নিস্ফল আরাধনা।
করবে যে সে, অন্যের বুকে
রঙীন স্বপ্ন রচনা।।

তাই.....
হয়নি তো আর, চোখে চোখ রাখা
দাঁড়াইনি তার সমীপে।
স্মরণে থাকবে সেই প্রিয় মুখ
বসন্ত মরুক বিলাপে।।



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১২

ফেনা বলেছেন: বেশ ভাল হয়েছে।
আপনার জন্য শুভকামনা রইল।
ভাল থাকবেন।

২| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.