নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাওর

আমার চুল আেছ

সাওর

আিম আম খাই

সাওর › বিস্তারিত পোস্টঃ

তিন ব্লগারকে রাজধানী থেকে গ্রেফতার

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

মহানবী হজরত মোহাম্মদ সা.কে অবমাননাকারী ব্লগারদের শাস্তির দাবিতে হেফাজতে ইসলামের আন্দোলনের মুখে তিন ব্লগারকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শেরেবাংলানগর ও নিউমার্কেট থানা এলাকায় সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।



গ্রেফতারকৃতরা হলেন, মশিউর রহমান ওরফে বিপ্লব (৪২), রাসেল পারভেজ (৩৬) ও সুব্রত শুভ (২৬) । তারা সবাই প্রকৃতিবাদে বিশ্বাসী ‘নাস্তিক’ বলে জানিয়েছে ডিবি পুলিশ।



মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য জানান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।



মোল্লা নজরুল ইসলাম বলেন, “সোমবার দিবাগত রাত ১০ থেকে ৪ টার পর্যন্ত অভিযান চালিয়ে নিউমার্কেটের পলাশী ও শেরেবাংলানগরের ইন্দিরা রোড ও মুনিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি ডেক্সটপ, দুটি মডেম ও একটি অ্যাক্সটার্নাল হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়।”



গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, বিপ্লব ফেসবুকে আল্লামা শয়তান, সামহোয়ার ইন ও নাগরিক ব্লগে ‘শয়তান’ এবং আমার ব্লগে ‘নেমেছিস’ ছদ্মনামে লিখত। রাসেল পারভেজ আমার ব্লগে রাসেল পারভেজ, সামহোয়ার ইন ব্লগে ‘এ রাসেল’ এবং ‘অপবাক’ ছদ্ম নামে লিখত। আর সুব্রত শুভ সামহোয়ার ইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ ইষ্টেশন’ এবং লালু কসাই ছদ্মনামে লিখত। তারা হজরত মোহাম্মদ সা. ও হিন্দু ধর্মের প্রবর্তক শ্রী রাম চন্দ্রকে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য করেছে বলে দাবি করেন মোল্লা নজরুল ইসলাম।



তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট ৫৭ ধারায় মামলা করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। এ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকার জরিমানা বিধান রয়েছে বলেও তিনি জানান।



এই ব্লগে কতদিন ধরে তারা লিখছিল জানতে চাইলে প্রথমে প্রশ্নের জবাব এড়িয়ে গেলেও পরে জানান, ২০০৬-৭ সালে তারা ধর্মের বিরুদ্ধে লেখা শুরু করে।



এতদিন তাদের গ্রেফতার না করার কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তা জানান, ডিবি পুলিশ দীর্ঘদিন ধরে এ বিষয়টি নিয়ে কাজ করছিল। এর ফলে তাদের গ্রেফতার করা হয়েছে।



হেফাজতে ইসলামের চাপে পড়ে এই গ্রেফতার করা হয়েছে কি-না জানতে চাইলে মোল্লা নজরুল ইসলাম বলেন, “বিষয়টি এমন না। এটি ডিবি পুলিশের স্বাভাবিক কাজেরই একটি অংশ।”



ব্লগাররা ব্লগে লেখার কারণে গ্রেফতার হয়েছে, যে ব্লগে লেখা হচ্ছে সে ব্লগের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন- জানতে চাইলে তিনি বলেন, “ব্লগের মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আইন আছে।”



ব্লগারদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “তাদের রাজনৈতিক পরিচয় এখনো খুঁজে দেখা হয়নি।”



কারো ইন্ধনে এ কাজ করেছে কিনা জানতে চাইলে মোল্লা নজরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা বলেছে, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না । তারা নাস্তিকতাবাদে বিশ্বাসী।



এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মানস পোদ্দার উপস্থিত ছিলেন।



নতুন বার্তা/এনএটি/জবা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.