| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্ণীতি আর খুনের মরা আমাদেরই দেশটা ভরা
ইহার মাঝে আছে মানুষ দু:খে জীবন গড়া,
ও সে ভীতির মাঝে বাস করি আর চাঁদায় জীবন ঘেরা ।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাতো তুমি
সকল দেশের রাণী তবু আমার জন্মভূমি ।।
ভাইয়ে ভাইয়ে লাঠা লাঠি বোনে বোনে ফাটা ফাটি,
বোমা নিয়ে আসে খুনি রামদা নিয়ে ধেয়ে,
তারা মরণ কোলে ঘুমিয়ে পরে গুলির মধু খেয়ে ।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাতো তুমি
সকল দেশের রাণী তবু আমার জন্মভূমি ।।
নেতা নেত্রীর এতো স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার রক্ত শাড়ি বক্ষে আমার ধরি,
তবু এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি ।।।
২|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৯
সজীব বলেছেন:
৩|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২
যাযাবর শিহাব বলেছেন: দেশের উপর হতাশ? নাকি ক্ষোভ ? নাকি শুধুই প্যারোডি ? বুঝলাম না । :/
৪|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯
তুষার কাব্য বলেছেন: হতাশার বিশ্ফুরণ... :#>
৫|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৪
কে এম শিহাব উদ্দিন বলেছেন: অস্থির হইছে!!!!!!!!
৬|
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭
ভিটামিন সি বলেছেন: গানটা ভিডিওর মতো দেখতে পাইতেছি।
৭|
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: প্যারোডী বেশ মজাদার হইসে ভ্রাতা ।
ভালো থাকবেন
৮|
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১১
আমিনুর রহমান বলেছেন:
প্যারোডি +
৯|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯
কলমের কালি শেষ বলেছেন: হতাশণীয় মজা পেলুম । ![]()
১০|
১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৪
সরদার হারুন বলেছেন: ১.ভাই, যাযাবর,তুষার কাব্য,শিহাব উ্দ্দিনি, ভিটামিন সি, অপূর্ণ রায়হান, আমিনুর রহমান,এবং কলমের কালি ।
আপনাদের সবাইকে মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদের মতামতই আমার লেখার প্রেরণা । সবাই আল্লাহর রহমতে ভাল খাকুন ।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৪
সরদার হারুন বলেছেন: হয়তো জানেন গানটি হলো,
"ধন ধান্যপুস্প ভরা ....."