| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের ভাষায় ডাক দিয়ে যাও কেগো পরদেশী,
খুলে দাও হৃদয় দুয়ার রূপের বাহার মোর কাছে বসি।
তোমারি প্রেমের টানে চোখের পানে চাহিয়া আমি
বসে রই সেই ভরসায় কোন ক্ষনে চায়
অধরে হাসি ।।
গোপনে লিখলে যে গান তাই কিরে প্রাণ উঠিল মাতি,
মনে হয় আখির পাতায় ডাকছে আমায়
কোন পরদেশী ।।
হৃদয়ের শূন্য মাঠে একলা বাটে
চাও কেন রাণী ?
নিয়ে যাও ফুলের মালা ওগো বালা
হৃদযের শশী ।।।
©somewhere in net ltd.