![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণের মাঝে অতি সাধারণ একজন
একদিন আমি বুড়ো হবো।
চুলে রূপোলি ঝিলিক, হাতে কাঁপা কাঁপা আঙুল।
তখন শহরের এক কোণে খুলবো একটা ছোট্ট কফিশপ।
নামটা কি হবে এখনও ভাবি নাই।
কাঁচের জানালা দিয়ে রোদ এসে পড়বে মেঝেতে,
দেয়ালে হবে পুরনো দিনের সিনেমার পোস্টার
আর ক্যাফের এক কোণায় থাকবে একটা বুকশেলফ,
যেখানে সাজানো থাকবে বিভূতিভূষণের "পথের পাঁচালী",
রবীন্দ্রনাথের "গীতাঞ্জলি",
আর সেলিনা হোসেনের "নিরন্তর কালপুরুষ"।
হুমায়ূন আহমেদ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দের কবিতা থেকে হাসান আজিজুল হকের গল্প—
যে কেউ এসে চায়ের কাপে চুমুক দিতে দিতে ডুবে যাবে সাহিত্যের পাতায়।
একটা আরামদায়ক সোফায় বসে কেউ হয়তো পড়বে হেলাল হাফিজের কবিতা,
আবার কেউ হয়তো গল্পে মিশিয়ে দেবে নিজের দুঃখগুলো।
বাইরে থাকবে কাঠের বেঞ্চ।
যেখানে সন্ধ্যার মৃদু বাতাসে বসে দুইজন মানুষ
চুপচাপ গল্প করবে।
একটা প্রজাপতি হয়তো তাদের কথা শুনে
পাশ দিয়ে উড়ে যাবে।
আর আমি?
আমি ক্যাফের কাউন্টারে দাঁড়িয়ে থাকবো।
একটা পুরনো ডায়েরি হাতে,
যার ভাঁজে লেখা থাকবে কিছু অসমাপ্ত কবিতা,
কিছু হারিয়ে যাওয়া চিঠি।
একজন এসে হয়তো জিজ্ঞেস করবে,
কেন এই কফিশপ?
তখন আমি একটু থেমে,
চোখে পুরনো দিনের ঝিলিক এনে বলবো—
“এটা শুধু একটা কফিশপ নয়।
এটা একটা আশ্রয়।
যে প্রেম কখনো বলা হয়নি,
যে স্বপ্ন কখনো পূরণ হয়নি,
যে জীবন কখনো ছোঁয়া হয়নি—
সবকিছু মিলে এটাই আমার গল্প।”
সন্ধ্যার বাতাসে কফির গন্ধ ভেসে যাবে,
আর কেউ হয়তো বুকশেলফ থেকে তুলে নেবে
হুমায়ুন আহমেদের লেখা কোনো বই।
ক্যাফের ঘড়িটা তখন থেমে যাবে।
সময়ের দরকার নেই।
এখানে গল্পের শেষ হয় না,
শুধু শুরু হয় নতুন অধ্যায়।
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৭
মিরোরডডল বলেছেন:
ভীষণ সুন্দর একটা লেখা!
মন ছুঁয়ে যাওয়া।
এরকম লেখা পড়লে, কিছুক্ষনের জন্য কোথায় হারিয়ে যাই।
ম্যানি থ্যাংকস।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১০
মিরোরডডল বলেছেন:
জনারণ্যে একজন বলেছেন: যদিও জানি, কখনো পূরণ হবেনা -
why not? you never know.
Miracle happens!
তবুও মাঝে মাঝে সুখ-স্বপ্ন দেখি, এই পার্বত্য শহরে ছোট্ট এক পাব খুলবো।
সেই ছোট্ট পাবে কি লাইভ মিউজিক হবে? গিটার হাতে কান্ট্রি সিঙ্গারের লাভ সং উইথ কান্ট্রি ভাইব।
হঠাৎ কোনো একদিন তুষারাবৃত সন্ধ্যায়, কৈশোরের বিস্মৃতপ্রায় প্রেমিকা, ভুলে যাওয়া তার সবটুকু সুগন্ধ নিয়ে খুব আস্তে করে দরজা খুলে দাঁড়াবে। চোখে প্রশ্ন নিয়ে তাকাতেই, চমকে উঠে চিনে ফেলবো। তারপর চোখে চোখে চেয়ে থাকা কিছুক্ষন এবং এক মাগ বিয়ার নিয়ে পাশাপাশি চুপচাপ বসে থাকা।
অরণ্যের স্বপ্নটাও খুব সুন্দর।
thanks for sharing.
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০০
জনারণ্যে একজন বলেছেন: @ মিররডডল, জীবনে কিছু কিছু স্বপ্ন অপূর্ণ থাকাই ভালো। সব স্বপ্ন যদি পূরণ হয়েই যায়, বেঁচে থাকার রং তখন কিছুটা হলেও ফ্যাকাশে লাগে।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:০৭
জনারণ্যে একজন বলেছেন: কি অসাধারণ সুন্দর এক কবিতা, সাজিদ!
যদিও জানি, কখনো পূরণ হবেনা - তবুও মাঝে মাঝে সুখ-স্বপ্ন দেখি, এই পার্বত্য শহরে ছোট্ট এক পাব খুলবো। হঠাৎ কোনো একদিন তুষারাবৃত সন্ধ্যায়, কৈশোরের বিস্মৃতপ্রায় প্রেমিকা, ভুলে যাওয়া তার সবটুকু সুগন্ধ নিয়ে খুব আস্তে করে দরজা খুলে দাঁড়াবে। চোখে প্রশ্ন নিয়ে তাকাতেই, চমকে উঠে চিনে ফেলবো। তারপর চোখে চোখে চেয়ে থাকা কিছুক্ষন এবং এক মাগ বিয়ার নিয়ে পাশাপাশি চুপচাপ বসে থাকা।
অনেক অনেকদিন পর অসাধারণ এক কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, শুভকামনা থাকলো।