![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে ! এই যে বোকা মেয়ে,
সস্তা কথায় প্রেম বিকিয়ো না।
আমি আসবো একবুক ভালবাসা নিয়ে,
একটু তোঁ ধৈর্য ধরো।
খুব তৃষ্ণা পেলে না হয় একটু ঠোঁট ছুইও চায়ের কাপে,
তবু আশা হারিয়ে আর কেঁদো না।
আমি আসবো,
হ্যাঁ, আমি আসবো তো সুখের নাও সাজিয়ে।
যদি ঝর ওঠে,
যদি তলিয়ে যায় পালতোলা নৌকো,
তবে তোমায় নাহয় বিছিয়ে দেব শীতল পাটি আমার এই বুকটা জুড়ে।
তবেই ত তুমি মুখ লুকাবে লজ্জায়।
আর আমি চুরি করে দেখব তোমার হাসি।
রাজকন্যা,
আমি যে তমাকেই সুধু ভালবাসি।
©somewhere in net ltd.