নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা বাচেঁ ভালোবাসায়

স্বপ্নস্বাধীন

আমি একজন ছাত্র। নিজেকে ছাত্র ভাবতেই আমার ভালো লাগে। মুক্ত-স্বাধীন চিন্তা ও মত প্রকাশ করতে ভালোবাসি। আর খুব বেশী ভালোবাসি আমার মা এবং বাংলাদেশ-কে।

স্বপ্নস্বাধীন › বিস্তারিত পোস্টঃ

একটি ডিজিটাল চিঠি ভালোবাসাকে

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪০

প্রিয় জীবন সঙ্গী,

তোমাকে কিছু দিন আগে একটি অদ্ভুত চিঠি লিখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের সরকারি ডাক বিভাগের ‘ডিজিটাল রেজিস্ট্রি লেটার সার্ভিস’ এর কারণে তুমি পেলেনা আমার সেই চিঠি।তাই আবারও চেষ্টা করছি তোমার উদ্দেশ্যে সেই চিঠিটা লেখার জন্য, হয়ত গতচিঠিটির অনেক কিছুই বাদ পড়ে যাবে বা অনেক কিছু নতুন যোগ হয়ে যাবে। তবে মূল বিষয়টিই সঠিক ভাবে উপস্থাপন করার চেষ্ট করব।



“তোমাকে আজ একটা গল্প বলছি, এই পৃথিবীর প্রগৌতিহাসিক যুগে এক রকম প্রজাতীর প্রাণীর বাস ছিল, যারা উদ্ভিদ ও প্রাণীর সংমিশ্রণ বৈশিষ্টপূর্ণ। প্রাণী গুলি বেশ বুদ্ধিমান কিন্তু অলস প্রকৃতির ছিল। সবচেয়ে বড় যে বৈশিষ্ট ছিল, তাহলো তারা কোন প্রকার খাদ্য গ্রহণ করত না। তাদের দেহের জন্য এবং বাঁচার জন্য অবশ্যই শক্তির প্রয়োজন, কিন্তু তা কিভাবে আসত? হা, এটাই হচ্ছে এই প্রাণীকূলের প্রধান বৈশিষ্ট যে তারা যত বেশী কাজকর্ম ও প্ররিশ্রম বা যত বেশী দৈহিক প্ররিশ্রম করবে তত বেশী তাদের দেহে শক্তি সঞ্চয় হবে। এবং এভাবে তারা দীর্ঘ জীবন লাভ করত।কিন্তু না, তারা পারেনি তাদের অস্তিত্বকে রক্ষা করতে এই পৃখিবীতে। কারণ তারা ছিল অলস প্রকৃতির প্রাণী, তারা দৈহিক প্ররিশ্রম করতে পছন্দ করত না। তাই ধিরে ধিরে সময়ের অন্তরালে ও কালের বির্বতনে তারা পৃথিবী থেকে হারিয়ে গেল।



কিন্তু পৃথিবীর বর্তমান প্রণীকূলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানব বা মানুষ ঐ প্রগৌতিহাসিক প্রাণীগুলির একটি বৈশিষ্টের মত ভিন্ন ধরণের বৈশিষ্ট ধারণ করে চলচ্ছে। আর এই বৈশিষ্টটির নাম আবেগ-অনুভতি বা ভালবাসা। ভালবাসাকে যত বেশী ভালোবাসবে তত বেশী ভালবাসা বৃদ্ধি পাবে।আর ক্রমাগত ভাবে ভালবাসাকে ভালোবাসতে থাকলে এক সময় ভালোবাসা অমরত্ব লাভ করে। নিয়মিত ভালবাসাকে না ভালোবাসলে, ভালবাসা কমে যায় এবং এক সময় সেই মানব থেকে ভালবাসা হারিয়ে যায়।”



হা আমার গল্প বলা শেষ, এবং চিঠি শেষ করার আগে তোমাকে একটা কথা বলতে চাই আমি ভালোবাসার প্রসঙ্গে অলস নই। আমি তোমাকে ভালোবাসি অন্তহীন ভালোবাসায়। ভালবাসা বাচেঁ ভালোবাসায়।



তোমার

স্বাধীন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.