![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরে মুক্তিযুদ্ধে কাদের সিদ্দিকীর ভূমিকা বইয়ের পাতার মত ছিরে ফেলা যাবে না। সচ্ছ কাঁচের গ্লাসের কুয়াশার মত মুচ্ছে ফেলা যাবে না ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ঘাতকদের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর সশস্র প্রতিবাদের কথা। স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধুকে যখন ঘাতকেরা নির্মম ভাবে সপরিবারে হত্যা করে তখন এই নিলজ্জ জাতির একটি মানুষও প্রতিবাদ করতে আসেনি। যে মানুষটি সারা জীবন তার দেশ ও মানুষের জন্য সংগ্রাম করে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে জাতিকে সেই মহান মানুষ টিকে যখন নির্মম ভাবে সপরিবারে হত্যা করা হয় তখন একটি মানুষও প্রতিবাদ করতে আসেনি। এটা কোন মানুষের জন্য নয়, পুরো জাতির জন্য লজ্জা । এ সেই কাদের সিদ্দিকী, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ঘাতকদের বিরুদ্ধে সশস্র প্রতিবাদ করে জাতিকে কিছুটা হলেও লজ্জা থেকে বাচিয়েছিল। এ সেই কাদের সিদ্দিকী ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রিতিজ্ঞা করেছিলেন কখন গরুর মাংস খাবেন না। আজ অব্দি খাননি।
একজন মুক্তিযোদ্ধাকে যখন রাজাকার বলা হয় তার মানে সকল মুক্তিযোদ্ধাই রাজাকার। আর সকল মুক্তিযোদ্ধার প্রধান যদি বঙ্গবন্ধু হন তাহলে বঙ্গবন্ধু “রাজাকারদের কমান্ডার” এই কথাটা কোন যুক্তিতে আর কতো কষ্টে একজন মুক্তিযোদ্ধা বলতে পারেন তা আর কেউ না বুঝলেও আবদুল লতিফ সিদ্দিকীর মত বর্ষীয়ান রাজনীতিবিদ বুঝবেন না তা আমি মানতে পানি না। আর যদি সত্যিই এত সহজ বিষয়টা আপনি না বুঝে থাকেন তাহলে বলব দয়াকরে আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন। কারন এত সহজ বিষয়টাই যদি আপনি না বুঝে থাকেন তাহলে মন্ত্রণালয় চালাবেন কি করে ?
©somewhere in net ltd.