নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশুদ্ধ কোন মানব নই, তুমি তোমার মত করে শুদ্ধ করে নিও আমায়।

ডার্ক ম্যান

...

ডার্ক ম্যান › বিস্তারিত পোস্টঃ

যে সব কাজ না করলে ইসকনকে নিষিদ্ধ করা যেতে পারে!

২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

সম্প্রতি ইসকন নিয়ে টালমাটাল আমাদের দেশ।ইসকনের নাম প্রথম শুনি ২০১৫ সালে। ঐ সময় বেশ কয়েক মাস চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আড্ডা দেওয়া হত। সেখানেই ইসকন সম্পর্কে কিছুটা জানা হয়।
এডভোকেট সাইফুলের অপমৃত্যু নিয়ে ইসকনকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে হিন্দু ও ভারতবিদ্বেষী একটা মহল। সাইফুল যেখানে মারা যান সেই এলাকায় আমার একাধিক প্রাক্তন সহপাঠীর ব্যক্তিগত আইন চেম্বার রয়েছে। এমনকি গত পরশু দিন যখন সাইফুলের মৃত্যু সংবাদ অনলাইনে দেখি তখনও আদালত এলাকা থেকে কিছুটা দূরে আমি আমার এক বন্ধুর চেম্বারে বসে আড্ডা দিচ্ছিলাম।
চট্টগ্রাম আদালত এলাকার অনেক খবরও মোটামুটি পায়।
এক মাস আগেও চট্টগ্রাম আদালতে মোটামুটি একটা চাপা উত্তেজনা বিরাজ করছিলো সরকারি আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে।
দুটি রাজনৈতিক দলের রেষারেষিতে এই নিয়োগ অনেকদিন আটকে ছিলো।
আমার এক সহপাঠী যে বেশ কয়েক বছর আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে ছিলো, সে তো আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝেরেছিল।
এবার আসি ইসকনকে নিয়ে।
সাইফুলের মৃত্যুর জন্য যদি ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠে তাহলে তো বাংলাদেশের বেশির ভাগ রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনও নিষিদ্ধ করার দাবি তোলা উচিত।
আমার মতে ইসকন কিছু কাজ না করলে তাদের নিষিদ্ধ করার দাবি করা উচিত!

১/ কোন সমাবেশে গ্রেনেড না মারলে।
২/ সারা দেশে একযোগে বোমা হামলা না করতে পারলে
৩/ বিচারকের উপর আক্রমণ করতে না পারলে। গতকাল এক জাতীয়তাবাদী আইনজীবী একজন বিচারককে ডিম ছুড়ে মেরেছেন
৪/ কারও হাত পায়ের রগ কাটতে না পারলে।
৫/ ব্যাংকের টাকা আত্মসাৎ করার অভিপ্রায়ে গুম হবার নাটক করতে না পারলে

আপনারা চাইলে আরও কিছু পয়েন্ট যোগ করতে পারেন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫

সৈয়দ কুতুব বলেছেন: একটা কথা স্পষ্ট ভবিষ্যতে বাংলাদেশে বিদেশি শক্তি প্রবেশ করতে যাচ্ছে। সে ক্ষেত্র তারা প্রস্তুত করছে। দেশি ও বিদেশি সাদা শকুন দের নজরে পড়েছে আমাদের প্রিয় মাতৃভূমি।

২| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

রানার ব্লগ বলেছেন: গাধার দেশে বানর ছড়ি ঘোড়াবে এটাই স্বাভাবিক !!!!

৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬

শ্রুভ্র শেখ বলেছেন: ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময় প্রভু, বাংলাদেশের পতাকা তথাকথিত ভাবে অপমান না করলে জানতাম না, যে আমার দেশের মানুষ পতাকাকে কতটুকু ভালোবাসে। ভালোবাসার প্রকাশের মানুষ গুলো দেখেও আমি শিহরিত।

৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২

কাঁউটাল বলেছেন: পোভুপাদের লোকজন হুংকার দিবে।

৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.