নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
একবার এক বাদশাহ নৌকা করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে সাগর পাড়ি দিচ্ছেন। সেই নৌকায় পারস্য দেশীয় এক দাসও ছিলো যে আগে কখনো সাগর পাড়ি দেয়নি। সাগরের ঢেউ-এর দুলুনীতে নৌকার যখন বেগতিক অবস্থা দাসটি হঠাৎ ডাক ছেঁড়ে কাঁদতে লাগলো। তার কান্নার বেগ এতোটাই বেড়ে গেলো যে রাজা পর্যন্ত বিরক্ত হলেন।
.
দাসটির কান্না যখন কিছুতেই থামছিলো না, তখন নৌকার আরেক আরোহী এক দার্শনিক রাজার কাছে এসে বললেন- ''আপনি আদেশ দিলে আমি দাসটির কান্না বন্ধ করতে পারি।''
.
তা শুনে রাজা অতিশয় খুশি হয়ে বললেন- ''আপনি তা করলে আমি খুব সন্তুষ্ট হবো।''
.
দার্শনিক সেই দাসটিকে পানিতে ছুড়ে ফেলে দিতে বললেন। যেই বলা সেই কাজ। মাঝি-মাল্লারা দাসটিকে পানিতে ছুড়ে ফেলে দিলো। পানিতে পড়ে সে যখন হাবু-ডুবু খেতে লাগলো, তখন আবার দার্শনিক মানুষটিকে নৌকায় তুলে আনার নির্দেশ দিলেন।
.
নৌকায় নিয়ে আসার পর দেখা গেলো দাসটি এক কোণে চুপটি করে বসে আছে- কোন সাড়া-শব্দ করছে না। মাথা নিচু করে কি যেন ভাবছে। রাজা তা দেখে আশ্চর্য হয়ে দাসটির কি হয়েছে জানতে চাইলেন।
.
বিজ্ঞ দার্শনিক উত্তর দিলেন- ''লোকটি যখন পানিতে ডুবে যাচ্ছিলো, এর আগে সে নৌকায় নিরাপদে অবস্থানের মাহাত্ত্য জানতো না। ঠিক তেমনি, একটি মানুষ পর্যন্ত দূর্বিপাক থেকে বেঁচে থাকার আনন্দ বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে কোন বিপদে পড়ছে।''
.
ওহে পরিপূর্ণ মানুষ...
বার্লি-রুটি তোমায় সন্তুষ্ট করতে পারে না,
জেনে রেখো,
সে-ই আমার প্রণয়ী যাকে তোমার কুৎসিত লাগে।
.
বেহেশতের হুরীদের কাছে, নরকই হচ্ছে প্রায়শ্চিত্ত,
কিন্তু, নরকের অধিবাসীদের শুধে দেখো-
তাদের কাছে বেহেশত হচ্ছে প্রায়শ্চিত্ত।
.
.
মূলঃ শেখ সাদী
২| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ !
৩| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার !!
“ চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে ”
৪| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:২৪
নেওয়াজ আলি বলেছেন: নন্দিত উপস্থাপন । পাঠে মুগ্ধ হলাম।
৫| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: অর্থাৎ সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
দাসটি ভয় পেয়েছিলো, আবার কাঁদলে তাকে আবারো ফেলে দিবে, ও আর তুলে আনবে না।