নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

করোনায় ক্ষতিগ্রস্থ হলে ৪ কোটি মানুষের ব্যয় ভার বহন করা সরকারের পক্ষে সম্ভব হবে কি?

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

ইংরেজী দৈনিক ডেইলী স্টার থেকে নেওয়া ছবিতে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের ব্যায়ের খাতগুলো দেখা যাচ্ছে। ২০২০-২১ সালে একটু কম-বেশি করে হয়তো প্রায় একই রকম চিত্রই দেখা যাবে। তবে, প্রশ্ন সেটা নয়।





এই খাতগুলো থেকে কিছু উদ্বৃত্ত আছে কি? আর, আগামী বছরের ব্যয় থেকে ১০,০০০ কোটি টাকা কম ব্যয় করে একটি জাতীয় কমিশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্থ হয়ে চাকরীচ্যু্ত, কর্মহীন ও দুঃস্থ মানুষদের ৬ মাস পর্যন্ত রেসনে খাওয়ানোর ব্যবস্থা করা যাবে কি?

যাবে কি পাবলিক এডমিনিস্ট্রেশন, মিলিটারী, সংস্কৃতি খাতের বিপুল ব্যয় সংকোচন করে ৬ মাসের জন্যে শুধুই ৪-৫ কোটি মানুষের দৈনিক আহারের ব্যবস্থা করা? তা করা গেলে কি ভালোই না হতো! কি বা হবে ৬ মাস উন্নয়ন খাতে কোন ব্যয় না করলে? খাদ্য,বস্ত্র, বাসস্থান, চিকিৎসা তো সবার আগে, তাই না!

প্রাইভেট খাতের নষ্ট হয়ে যাওয়া কিছু লুটেরারা না-ই বা কিছু দিক, সরকার নিজে তো কিছু করতে পারে! সরকারকে যে এই চ্যালেঞ্জ নিতেই হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের মিনিমাম জীবনযাত্রার গড় খরচ কম, ইহাকে সঠিকভাবে ফাইন্যান্স করলে, একই সাথে চাষাবাদে মানুষ নিয়োগ করলে, বাংলাদেশ কোনভাবেই সংকটে পড়বে না।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
কর্মহীন মানুষ চাষাবাদে না-ও ফিরে যেতে পারে। মানুষের মানসিক অশান্তি দেশের অনেক বড় ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। গন্ডগোল পাকানীওয়ালারা মাথা চাড়া নিয়ে উঠতে পারে। মানুষ অপরাধ প্রবণ হয়ে পড়তে পারে। এসব অশান্তিতে গড় আয়ু কমে যেতে পারে। আরো কত কি হতে পারে!

তাই, ৬ মাসের জন্যে ৪-৫ কোটি মানুষকে দরকার হলে বসে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ সরকার ইচ্ছে করলে তা করে দেখাতে পারবেও।

ধন্যবাদ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


তেলার মুল্য কমে যাওয়ায়, বছরে বাংলাদেশের ১২/১৩ বিলিয়ন ডলার খরচ কমে যাবে।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

দেখেছেন, আমি সত্যি কথা বলেছি!

ধন্যবাদ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ব্যবসায়ীদের কাছে রাষ্ট্রের হার হলো। মৃত্যু শুধু সংখ্যায় রূপান্তরিত হবে। এতো চেষ্টা বিফলে যাওয়ার উপক্রম।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এখনো হার হয়নি। এটাকে হার বলা যেতে পারে না।

সরকার ঘুরে দাঁড়াবে। দাঁড়াতে হবেই।

ধন্যবাদ।

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৯

রাজীব নুর বলেছেন: সরকারের ভেতরেও গার্মেন্টস মালিক আছে যেমন বাণিজ্য মন্ত্রী।

০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হুমম। কাজ করা সবার জন্যেই ভালো।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.