নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার মাটি, আমার ঠিকানা

চাই মাতৃভূমির সমৃদ্ধি।

সাকিব বাপি

অলস একজন মানুষ। যে কাজটা করা দরকার সেটা একেবারে শেষ মুহূর্তে করাটা প্রায় অভ্যাসে পরিণত হয়েছে! চেস্টা করছি অলসতা ঝেড়ে ফেলতে! © আমার নিজের লেখা ও তোলা ছবি, যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।© আমার মেইল এড্রেস : [email protected]

সাকিব বাপি › বিস্তারিত পোস্টঃ

12 Angry Men - মানবচরিত্রের সাদাকালো ব্যবচ্ছেদ (মুভি রিভিউ)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০১



খুন হয়েছে একজন মানুষ। ছুড়ি মেরে খুন করা হয়েছে তাকে। গভীর রাতে। সম্ভাব্য খুনী?? তার ছেলে!!!



সাক্ষী আছে ২ জন। এক মধ্যবয়সী মহিলা এবং একজন বৃদ্ধ। মহিলা ভিক্টিমের প্রতিবেশী। আর বৃদ্ধ থাকে অকুস্থলেই - খুন হওয়া বাড়ির দোতলায়। প্রথমজন (মহিলা) দাবী করছে সে স্পষ্ট দেখেছে ছেলেটাকে খুন করতে।ছুরি মারতে এবং পালিয়ে যেতে। আর বৃদ্ধ নাকি শুনেছে বাপ বেটার ঝগড়া, ছুড়ি মারার পরে লাশ মাটিতে পড়ার আওয়াজ। বৃদ্ধই লাশ আবিষ্কার করেছে, খুনি পালিয়ে যাবার পর। আছে আরো বেশ কিছু প্রমাণ - সবই আসামীর বিপক্ষে। সবগুলো প্রমাণই আপাত দৃষ্টিতে একেবারেই নিখুঁত।



আসামী কি বলতে চায়?? সে নাকি একেবারেই নির্দোষ। কিচ্ছু জানে না এসবের। হ্যা, বাপের সাথে ঝগড়া তার প্রায়ই হয়, কিন্তু সেদিন হয়নি। সারাদিন টো টো করে ঘুরে বেড়াবার পর সে রাতে গিয়েছিল সিনেমা দেখতে। দেখা শেষ করে ফিরে এসে দেখে তার নিজের জন্যই অপেক্ষা করছে রিয়েল লাইফ সিনেমা। দুই পুলিশ অপেক্ষা করছে তার বাপের লাশের পাশে!!



অ্যারেস্ট হলো সে। আজব ব্যাপার হলো সে মনেই করতে পারল না কোন সিনেমা সে দেখেছে!! অথচ খুনের সময় সে নাকি সিনেমা হলেই ছিল! তারপরো তার দাবী - সে নির্দোষ!!



শুনানী শেষ মামলার। আসামীর পক্ষে - বিপক্ষে সমস্ত ফ্যাক্টস পর্যালোচনা করা হয়েছে। এখন বাকী রায় দেয়া। আসামীর ভাগ্য এখন নির্ভর করছে জুরীদের রায়ের জন্য। ১২ জন জুরী, দেশের নানা প্রান্ত থেকে এসেছেন। মামলার শুনানী শুনেছেন তাঁরা। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার। তাঁরা সবাই রুদ্ধদ্বার বৈঠকে বসলেন- সিদ্ধান্ত নিবেন। আসামী কি খুনি?? নাকি নির্দোষ? আসামীকে কি বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেবেন তাঁরা নাকি দেবেন বেকসুর খালাস? এই নিয়ে তাঁরা আলোচনা শুরু করলেন। আর এই আলোচনাটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য মুভি!! পুরোটা রান টাইম জুড়েই দেখানো হবে একই রুমে রুদ্ধদ্বার বৈঠকে জুরীদের আলাপ আলোচনা, ক্ষেত্রবিশেষে উত্তেজনা এবং যুক্তি তর্ক!!



এই পর্যন্ত পড়ে মনে হচ্ছে না এটা আর ৮-১০ টা সাধারণ মুভির গল্প?? কি আর হবে এই মুভিতে, জুরিরা রায় দিবেন। আসামী হয় মুক্তি পাবে নয়ত শাস্তি পাবে! এটা নিয়ে আর এত মাতামাতি করার কি আছে?? মানব চরিত্রের সাথেই বা এর সম্পর্ক কোথায়?



না প্রিয় পাঠক, এই মুভি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুভির তালিকায় সবসময়ই প্রথমদিকে থাকে। মুভির নাম? 12 Angry Men

উপরে বর্ণিত পুরো ঘটনাই মুভিতে উঠে এসেছে জুরীদের আলোচনার মাধ্যমে! জুরীরা নিজেদের মত দিচ্ছেন - আসামী দোষী বা নির্দোষ। আর দিচ্ছেন সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিজস্ব যুক্তি। একে একে উন্মোচিত হচ্ছে পুরো ঘটনা। শুধুমাত্র একটা কক্ষে ১২ জন মানুষের কথা বার্তা নিয়ে যে একটা মুভি বানানো যায় তা এই মুভি না দেখলে বিশ্বাস হতে চাইবে না!!



আসুন দেখি কি বিশেষত্ব এই মুভির। মুভির নাম 12 Angry Men - ১২ জন রাগী মানুষ। প্রতিটি মানুষের মতাদর্শ ভিন্ন। ভিন্ন তাঁদের জীবন কাহিনী। প্রত্যেকের আছে সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট। দুনিয়াকে তাঁরা দেখেন সেই প্রেক্ষাপটে, নিজের মত করে। মুভির কাহিনী এগিয়েছে এই মানুষগুলোর পারস্পরিক আলোচনাকে কেন্দ্র করে। আর এই আলোচনার মধ্য দিয়েই বেরিয়ে এসেছে একেকজনের ভিতরে লুকিয়ে থাকা সত্যিকারের মানুষটি। মানুষের বাইরের আবরণ - বাহ্যিক ব্যবহার তার পরিচয় বহন করে না, শুধুমাত্র তার অস্তিত্ব নিশ্চিত করে। আসল মানুষ লুকিয়ে থাকে মনের গহীন কোনে। সেই মানুষ টি কখনো হয় অমানুষ, কখনো হয় মহামানব। আর এই বোধটিই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুভিতে।



মুভিতে দেখা দিয়ে যায় প্রখর যুক্তিবোধ সম্পন্ন ন্যায়বান মানুষ। ঠিক তেমনি চোখে পরে কান্ডজ্ঞানহীন অবিবেচককে। দেখতে পাই সন্তানের ভালবাসা বঞ্চিত পিতার বুক ফাটা কান্না অথবা প্রাজ্ঞ বৃদ্ধের বুদ্ধির ঝিলিক। হুট করে রেগে যাওয়া মানুষ যেমন আছে তেমনি আছে মাথা ঠান্ডা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার মানুষ। আছে অন্যের প্রতি শদ্ধাশীল ব্যক্তিত্ব আবার অন্যদিকে আছে জ্ঞানপাপী! মুভিতে দেখানো হয়েছে কেমন করে গুটিয়ে থাকা ব্যাক্তিত্ব একটু সাহায্য পেলে জেগে উঠতে পারে, আবার আপাত দৃষ্টিতে ব্যাক্তিত্ববান ও দায়িত্ববান মানুষ কিভাবে রূপান্তরিত হয় নিচুশ্রেণির অমানুষে। প্রতিটি মানুষের আবরণে লুকিয়ে থাকা এই আসল মানুষটি শুধু তখনি বেরিয়ে আসে যখন সে নিজের মত করে সিদ্ধান্ত নেয়। তার মনন, তার মস্তিস্ককে নিয়ন্ত্রণ করে এই দোষ কিংবা গুন গুলোই । আর এই ব্যাপারটিই অনবদ্য ভাবে ফুটে উঠেছে মুভিটাতে।



মুভিটা আমাদের ভাবতে শিখায়। শিখায় নিজেকে মুল্যায়ন করতে। এই মানবীয় দোষ গুন গুলো তো আমাদেরকেই প্রতিনিধিত্ব করছে। আসলেই কি আমরা মানবীয় গুন গুলো অর্জন করতে পেরেছি?? নাকি বৃথাই মানবতার ধ্বজা উড়িয়ে যাচ্ছি?



অসাধারণ অভিনয় শৈলী দেখে মুগ্ধ হতেই হবে। চমৎকৃত হবেন পরিচালনার মুন্সিয়ানা দেখে। ক্যামেরার কাজ অনবদ্য। মুভি দেখে শুধু একটা কথাই আপনার মাথায় আসবে - কে বলে সাদাকালো মুভি বোরিং??

আর আপনি পৌঁছে যাবেন সেই চিরন্তন সিদ্ধান্তে - ভাল মুভি বানাতে বিশাল বাজেট, চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট আর নামিদামি অভিনেতা লাগে না। লাগে একটাই মাত্র জিনিস - মেধা এবং ডেডিকেশন। সেই সাথে লাগে অদম্য ইচ্ছাশক্তি এবং প্রখর বাস্তব জ্ঞান।



তো দেখে ফেলুন মুভিটা আর সাদাকালোয় ব্যবচ্ছেদ করুন মানব চরিত্র!!



আমার রেটিং : ৯.৫/১০

ডাউনলোড লিঙ্কঃ 12 Angry Men (1957)

মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৪

কাউসার রুশো বলেছেন: গ্রেট গ্রেট গ্রেট মুভি :)

আমিও একটা লিখছিলাম

সিনেমাঘর: 12 Angry Men

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১০

সাকিব বাপি বলেছেন: হায় হায় ভাই!!! আমি কি জানি নাকি আপনি লিখসেন!!! তাইলে আমি কি জন্যে লিখলাম!!!!

কি আর করা!! লিখা যখন ফালাইসি!! মুভি কিন্তু সেইরকম ভাই!! :) :)

২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৫

তামাটেসেলিম বলেছেন: osadharon ekta movie

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৩

সাকিব বাপি বলেছেন: এক কথায় অসাধারণ!! :) :)

৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৭

মাগুর মাছ বলেছেন: ডাউনলোড দিলাম। রিভিউ পড়েই লোভ লাগছে। আপনাকে ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৬

সাকিব বাপি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৬

শান্তির দেবদূত বলেছেন: কি বলবো! আফসুস এমন মুভি আজকাল আর তৈরী হয় না :( ...... এই মুভিটা দেখার পর থেকে আমার চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন হয়েছে। যেকোন কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডামাথায় অনেকবার ভাবী। গ্রেট একটা মুভি।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৭

সাকিব বাপি বলেছেন: আসলেই আফসোসের ব্যাপার। অসাধারণ একটা মুভি। :)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩০

দারাশিকো বলেছেন: সাকিব বাপী, আপনি এই সিনেমার মূল বিষয়ই বলেন নি দেখছি। আপনি যে স্টোরীটা বলেছেন সেই স্টোরীর পুরোটাই জানা গেছে চরিত্রদের কথাবার্তায়। আপনি বলেন নি, সিনেমায় এই ১২ টি মানুষই পুরো সময় দখল করে রেখেছিল। বলতে ভুলে গেছেন এই সিনেমার সিংহভাগই একটা মাত্র রুমে একটা টেবিলকে ঘিরে ১২ জন মানুষের কথা বার্তা।

এইসব কারনে সবাই সিনেমাটিকে একটি অ্যাডভেঞ্চার ক্রাইম থ্রিলার হিসেবেই দেখবে - অথচ সিনেমাটি একটা ড্রামা মাত্র। বোধহয় এডিট করার প্রয়োজন আছে :)

এই সিনেমাটা যারা সিনেমা নির্মান করতে চায় তাদের জন্য বিশেষ প্রয়োজনীয়। স্ক্রিপ্ট অসাধারণ। আরেকটা ইনফো। লিডারশীপ মুভির তালিকায় এই সিনেমাটা প্রায়ই এক নম্বরে থাকে :)

ভাল থাকুন। ভাল লিখুন :)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪২

সাকিব বাপি বলেছেন: ভাই, আমি ভেবেছিলাম যে বর্ণনা পড়ে পাঠক ধারণা পাবে মুভিটার গল্প জুরীদের কথাবার্তার মাধ্যমে এগিয়ে গেছে!! আমার ধারণা যে মোটামুটি পুরোটাই ভুল ছিল তা তো দেখতেই পাচ্ছি!! আসলে বর্ণনাটা ঠিক যেভাবে চেয়েছিলাম ঐভাবে দিতে পারিনি!! এডিট করাটা আবশ্যকীয় - এখনি করছি।

আপনাকে অনেক ধন্যবাদ ব্যাপারটা ধরিয়ে দেবার জন্যে। :) :)

৬| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৬

নাজিম রেজা বলেছেন: তোমারে গারামু। এফবি ইয়ুজ করি সারা দিন। পড়ালেখা করি না। আর এখন আবার মুভির লোভ দেখাইতেছস?????? তুমি কি চাও না আমি পরীক্ষায় পাশ করি????????




by the by কাল মুভিটা নিয়া আসিছ

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৯

সাকিব বাপি বলেছেন: তুমার যে পড়া লেখা আলাদা সময় বাইর কইরা করতে হয় এইটা তো মালুম হয় নাই!!! আমি তো জানতাম তুমি পড়ার উপ্রেই থাকো!! =p~ =p~

নিয়া নিস মুভি আমার কাছ থিকা।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫০

ডেজা-ভু বলেছেন: গ্রেট মুভি।

12 Angry Men নিয়ে আরো একটি লেখা

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০০

সাকিব বাপি বলেছেন: গ্রেট মুভি।

কমেন্ট করে আসলাম পোস্টে!! সবাই দেখি আমার আগেই লিখে ফেলসে!!! :) ;) =p~ :-B

৮| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

স্বর্ণমৃগ বলেছেন: অসাধারণ একটি মুভি। বেশ আগেই দেখেছি।
রিভিউ ভাল লেগেছে।
+++++
ভাল থাকুন।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০০

সাকিব বাপি বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকুন। :)

৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৪

দূর্যোধন বলেছেন: রিভিউ ভালো লেগেছে (স্পয়লার খুব কম বলেই হয়তো :) )

প্লাস !

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১০

সাকিব বাপি বলেছেন: ধন্যবাদ। :) :)

১০| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৪

নাফিজ মুনতাসির বলেছেন: গ্রেট গ্রেট মুভি......ভালো রিভিউ.....

৩বার দেখেছি এই নিয়ে....প্রতিবারই অসাধারণ লাগে.....

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০২

সাকিব বাপি বলেছেন: এক কথায় অসাধারণ। :)

১১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২০

নিয়নের আলো বলেছেন: খুব কম প্রিয় মুভির তালিকা করলেও ওই মুভিটা থাকবে নিঃসন্দেহে।সবমিলিয়ে অসাধারন।

নতুন কইরা এই মুভিরে নিয়া বলার কিছু নাই।পোস্ট ভাল পাইলাম।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০২

সাকিব বাপি বলেছেন: থ্যাঙ্কু!! :) :)

১২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৮

সাইফুলহাসানসিপাত বলেছেন: এখনো দেখিনাই এ মুভিটা । :(( :(( :((

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৭

সাকিব বাপি বলেছেন: কন কি ভাই!! তারাতারি দেখেন। সেইরাম মুভি এইটা - মিস করতাসেন!!

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৫২

কালো হিমু বলেছেন: পিলাচ লন ++++++++++++++++++ :D :D :D

৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৫

সাকিব বাপি বলেছেন: থ্যাঙ্কু!! লইলাম পিলাচ!! :) :)

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩১

রাজকবি বলেছেন: অসাধারণ মুভি। consensus ডেভেলাপমেন্ট এর জন্যে ভাল একটি উদাহরন। খুব কম সংখ্যক সেট ব্যবহার করে মুভি বানানোর জন্যেও ভাল দৃষ্টান্ত। আপনার লেখা চমৎকার হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

সাকিব বাপি বলেছেন: ধন্যবাদ। :)

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

দিপ বলেছেন: সেইরকমের মুভি...

অসাধারন।

এই পরিচালকের নেটয়ার্ক এবং ডগ ডে আফটারনুন, সেইরকমের ফিল্ম।

যাইহোক, এইটা কিন্তু আসলে মুভি না।

প্রথমত এটাকে একটা স্পাতাহিক টিভি মুভির চ্যালেঞ্জে দেখানো হয়।। যা অনেকে মিস করে যায়।

পরের রবীবার এটাকে আবার রিপিট দেখানো যায়।

আর সেদিন থেকে 12 Angry Men দেখে Angry Men বেড়ে দাঁড়ায় কয়েক লক্ষে।

৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৫

সাকিব বাপি বলেছেন: আর সেদিন থেকে 12 Angry Men দেখে Angry Men বেড়ে দাঁড়ায় কয়েক লক্ষে।

Angry Men রা এখনো বেড়েই চলছে!!

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৮

তন্ময় ফেরদৌস বলেছেন: রিভিউ ভালো হয়েছে। তবে দারাশিকো ভাইয়ের কথা গুলাও মাথায় রাখা দরকার। এবং আমার সবচেয়ে প্রিয় মুভির মাঝে এটা অন্যতম।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪০

সাকিব বাপি বলেছেন: দারাশিকো ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ধরিয়ে দিয়েছেন। এজন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ।
আমি কিন্তু এডিট করে দিয়েছি!!

আপনাকেও ধন্যবাদ। :)

১৭| ২২ শে জুন, ২০১২ রাত ১:০০

আমি রাইন বলেছেন: শুধুমাত্র একটা কক্ষে ১২ জন মানুষের কথা বার্তা নিয়ে যে একটা মুভি বানানো যায় তা এই মুভি না দেখলে বিশ্বাস হতে চাইবে না!

না দেখলে কেই বা বিশ্বাস করবে?? আমিও ভাবিনি কাহিনি এই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.