![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ভাল মানুষ হওয়া আমার সবসময়ের লক্ষ্য। আমার ভাল লাগে নেটওয়ার্ক তৈরী করতে, লিখতে, বই পড়তে, ভ্রমণ করতে। ভাল লাগে প্রকৃতি, নিরবতা, জোসনা , নদী। ঘৃণা করি দূর্ণীতিবাজ, প্রতারক, মোনাফেককে। গঠনমূলক সমালোচনা পছন্দ করি।
শিরোনাম পড়ে চমকে উঠলেন? আমি জানি আপনি বিশ্বাস করেননি। হ্যা, আপনি ঠিক। নিচের খবরটি পড়ুন...
খবরঃ ফেরি-সংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে সাত দিন ধরে আটকা রয়েছে তরমুজবোঝাই ১৫০টি গাড়ি। গরমে কয়েক কোটি টাকা মূল্যের তরমুজ পচতে শুরু করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাঠাতে না পারায় ব্যাপারীরাও কৃষকদের কাছ থেকে তরমুজ কিনছেন না। এ কারণে বিপাকে পড়েছেন তরমুজচাষিরা।
বিআইডব্লিউটিসির ইলিশা ঘাটের ব্যবস্থাপক বলেন, এ ঘাটটি শুরু থেকেই লাভজনক হলেও ফেরির সংকট রয়েছে। এখানে কমপক্ষে চারটি ফেরি দরকার।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বলেন, ‘ফেরি তৈরি হয়ে গেছে। মন্ত্রী যেদিন যাবেন, সেদিন আমরা ভোলা-লক্ষ্মীপুর নৌপথে নতুন ফেরি সংযোগ করব। অন্যান্য সমস্যাও দূর করা হবে।’ [সূত্র, আজকের প্রথম আলো]
আমরা অপেক্ষায় রইলাম মাননীয় মন্ত্রীর। সময় করে তিনি গেলে আমরা ফেরী সংযোগ পাব। তরমুজ পচে পচুক। ক্ষতি সে ত কৃষকের, দেশের অর্থনীতির, দেশের পাবলিকের। বাম্পার ফলনের ফলে কদিন আগে আলু উৎপাদনকারীরা পড়েছিলেন বিপাকে। এখন পড়বেন তরমুজের উৎপাদকরা।
কৃষকদের হয়েছে শাঁখের করাত, কম বা বাম্পার- উভয় উৎপাদনেই বিপদ। মন্ত্রণালয়ের সংখ্যা বাড়ে কমে, নতুন মুখ আসে যায়, পুরাতন হয়...
হেলিকপ্টারে করে প্রতিনিধিরা ভোটের সময় এলাকায় যাতায়াত করেন, বন্যার সময় ত্রাণ বিতরণ করতে যান, কিন্তু শুনিনা ফেরিঘাটে আটকে পড়া কোটিকোটি টাকার ফল বা ফসল বাঁচাতে ছুটে গেছে সরকারি কোন উদ্যোগ!
©somewhere in net ltd.