![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। "Pulitzer Prize" জয়ী এ ফটোটি নেওয়া হয়েছিল ১৯৯৪ সালে র্দুভিক্ষ কবলিত সুদান থেকে। শিশুটি জাতিসংগের খাদ্য কেম্পের দিকে যাচ্ছিল ।দুর্বল শিশুটি মারা যাবার জন্য পথের মধ্য শকুন অপেক্ষারত ছিল। পরে শিশুটির ভাগ্যে কি ঘটেছিল আর জানা যায়নি। বিখ্যাত ফটোসাংবাদিক কেভিন কার্টার সুদান সফরের সময় এ ছবিটি তুলেছিলেন।
২। আফগান মেয়েটির বিখ্যাত এ ফটো তুলেছিলেন ন্যাশনাল জিওগ্রাফির ফটোগ্রাফার স্টিভ মেককারি। রিফিউজি ক্যাম্পের একটি স্কুল থেকে ফটোটি নেওয়া।
৩। ১৯৬৭ সালে চে গুয়েভারা কে বন্দী এবং হত্যার পর , তাকে সমাহিত করার পূর্বে এ ছবি তোলা হয় যাতে জনগনের বিশ্বাস হয় তিনি মারা গেছেন। কিন্তু বাস্তবে এ ছবি তাকে মহামানবে রুপান্তার করেছিল।
৪। ওমায়রা সানচেজ (Omayra Sánchez ) কলম্বিয়ায় ১৯৮৫ সালের আগ্নেয়গিরির আগ্নুউৎপাতের শিকার। ১৩ বছর বয়সের এ মেয়েটি টানা ৩ দিন পানিতে আটকে ছিল। ছবিটি তোলার কিছু পরে মেয়েটির মারা যায়। এ কারনে ফটোগ্রাফারকে বিভিন্ন সমালোচনার পড়তে হয়েছিল।
৫। আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে পরিচিত ব্যক্তিদের মধ্য একজন। তিনি কৃতকর্মের জন্য সবসময় স্নরনীয় হয়ে থাকবেন। ১৪ মার্চ ১৯৫১ সালে তোলার তার বিখ্যাত একটি ফটো-
৬। ইসরাঈলি সৈন্যদের গুলি থেকে রক্ষার জন্য ছেলেটির বাবা ছেলেকে আগলে রাখার চেষ্টা করছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছেলেটি মারা যায় এবং ছেলেটির বাবা মারাত্নক ভাবে আহত হয়। এ দুইজনকে রক্ষার জন্য এক এ্যামবুলেন্স ড্রাইবার এগিয়ে এসেছিল। তিনিও ভয়ংকর নরপিচাশ সৈন্যদের গুলিতে মারা যান।ইহুদিদের অবৈধ বসতির পাশের নেটজারিম রোডে ঘটনাটি ঘটেছিল।
৭।মাশরুম ক্লাউড নামের এ ফটোটি হচ্ছে নাগাসাকিতে ফেলা আমেরিকার পারমানবিক বোমার বিস্ফারনের সময়কার ছবি । ১৯৪৫ সালের ৬ আগস্ট ফেলা এ বোমায় ৮০,০০০ বেশি লোক নিহত ।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৭
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১২
পদ্ম।পদ্ম বলেছেন: ++
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৩
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৩| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৫
কালো পতাকার খোঁজে বলেছেন: দু একটা ছাড়া বাকী সব ছবি ই মন খারাপ করে দেয়
।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২০
শামছুল আরেফিন বলেছেন: সহমত।
৪| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৬
ইনকগনিটো বলেছেন:
তিয়ানানমেন স্কয়ায় এর এই প্রতিবাদী ছবিটাও অনেক বিখ্যাত।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৩
শামছুল আরেফিন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৫| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৯
আজমান আন্দালিব বলেছেন: আইনস্টাইনের ছবিটা মজার হইসে...
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩১
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৬| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪২
কালীদাস বলেছেন: মানব জাতি ৪ নাম্বার কমেন্টেরটাও অনেক আলোচিত ছবি।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৪
শামছুল আরেফিন বলেছেন: চীনের তিয়ানামেন স্কয়ারের ফটো। অনেকের কাছে একটি প্রতিবাদী ফটো।
৭| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৫
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৮| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ৪ নাম্বার ছবিটার কাহিনি বুঝলামনা। পানিতে পড়ে গেলে তিনদিন কিভাবে আটকে থাকে তাও আবার বাশের মত কিছু একটা ধরার মত দেখতাছি
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১১
শামছুল আরেফিন বলেছেন: আগ্নেয়গিরির লাভার উদগীরনের কারনে পানিতে আটকে ছিল।কিন্তু ফটোগ্রাফার মেয়েটিকে উদ্ধার না করায় অনকে সমালচিত হন।
৯| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
একে ৪৭ বলেছেন: ১ নম্বর আর ৪ নম্বরের ফটো সাংবাদিক রে গুলি করে মারা উচিত। একটু খাবার আর পানি থেকে তুল্লেই তারা বেচে যেতো।
১০| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০২
দুঃখ বিলাসি বলেছেন: +++++
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১২
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১১| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৮
আমি তানভীর বলেছেন: ++++
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১২
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১২| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৯
মানবীরকস বলেছেন: ২ নাম্বার আর ৩ নাম্বার টা খুবি ভাল লেগেছে। চে কে তো মৃত লাগছেনা। আর ওই ছেলেটির পুরো চোখইতো কালো অনেক ভয়ঙ্কর মৃত্যুর ছবি খুবি ভয়ঙ্কর আর মজা লাগে।
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩১
শামছুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৯
asif970 বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। ভালো থাকবেন। +++++
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩২
শামছুল আরেফিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৪| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩০
এ হেলাল খান বলেছেন: কলম্বিয়ায় ১৯৮৫ সালের আগ্নেয়গিরির আগ্নুউৎপাতের শিকার। ১৩ বছর বয়সের এ মেয়েটি টানা ৩ দিন পানিতে আটকে ছিল। ছবিটি তোলার কিছু পরে মেয়েটির মারা যায়। এ কারনে ফটোগ্রাফারকে বিভিন্ন সমালোচনার পড়তে হয়েছিল।
মানুষ কতবড় স্বার্থপর এই সাংবাদিক তার প্রমান দিলেন। তিনি নিজের স্বার্থে আগে ছবি তুললেন, কিন্তু আগে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করলেন না। হায়রে মানবতা। আমরা কি একটু নিঃস্বার্থ হতে পারি না?
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
শামছুল আরেফিন বলেছেন: ভাই ঘটনা সত্য। তবে করার কি আছে? সবাই বিখ্যাত হতে চায়।
১৫| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
তিথির অনুভূতি বলেছেন: ++
১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:১৩
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
১৬| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:০৮
জোবায়ের বলেছেন:
১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:১৩
শামছুল আরেফিন বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
১৭| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:১৬
মোজাম্মেল প্রধান বলেছেন: বাংরাদেশের সবচেয়ে বিখ্যাত ছবি কোনটি ? নূর হোসেন ?
১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:২৪
শামছুল আরেফিন বলেছেন: আমার সঠিক জানা নেই। ধন্যবাদ।
নূর হোসেনের ছবি।
১৮| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:৪০
ঈষাম বলেছেন:
১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:৫১
শামছুল আরেফিন বলেছেন:
১৯| ১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:৫২
শিপু ভাই বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ+++++++
১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৬
শামছুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
২০| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১১:৩৪
ফেলুদার চারমিনার বলেছেন: ++++++++++
১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৩
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
২১| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৪
চালাক বাবু বলেছেন: সোজা প্রিয়তে ++++++++++
১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৩
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
২২| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৭
সাজ্জাদ হোসাইন সাজিদ বলেছেন: প্রত্যেকটা ছবিই অনেক তাৎপর্যপুর্ণ...
১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৩
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
২৩| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:০২
মেংগো পিপোল বলেছেন:
ছবিটি তে দেখুন আফগান সেই মেয়েটির রিফিউজি ক্যাম্পের সময় কার ফটো এবং তার পরের ছবি।
১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৬
শামছুল আরেফিন বলেছেন: প্রথম ছবিটি ১৯৮৪ সালের , পরেরটি এখনকার।
শেয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ।
২৪| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৩
কালো স্বপ্ন বলেছেন:
ভুপাল ট্রাজেডির এই ছবিটাও অনেক বিক্ষাত।
১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৯
শামছুল আরেফিন বলেছেন: এসব ফটো নিয়ে আমার আরেকটি পোস্ট করার ইচ্ছে ছিল, এ কারনে এ্যাড করি নাই
শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।
২৫| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:৪৩
rasel246 বলেছেন: +++++++
১৪ ই মার্চ, ২০১২ রাত ২:১১
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
২৬| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:৫২
মেংগো পিপোল বলেছেন:
এইটা ভুপালের ছবিটার কাছাকাছি,
এই ছবি দুইটা না দিলে ছবি দুইটার প্রতি অবিচার করা হবে।
১৪ ই মার্চ, ২০১২ রাত ২:১৪
শামছুল আরেফিন বলেছেন: সবগুলোই ভাল ছবি। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
২৭| ১৪ ই মার্চ, ২০১২ রাত ২:০২
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবা
পেক পেক পেক
১৪ ই মার্চ, ২০১২ রাত ২:১৫
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
পেক পেক পেক
২৮| ১৪ ই মার্চ, ২০১২ রাত ২:৩১
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++
১৪ ই মার্চ, ২০১২ রাত ৩:১২
শামছুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
২৯| ১৪ ই মার্চ, ২০১২ রাত ২:৫২
চেনা মুখ বলেছেন: ধন্যবাদ। +++++++++++++্
১৪ ই মার্চ, ২০১২ রাত ৩:১২
শামছুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩০| ১৪ ই মার্চ, ২০১২ রাত ২:৫৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: +++++++++
১৪ ই মার্চ, ২০১২ রাত ৩:১২
শামছুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩১| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৭
জন রাসেল বলেছেন: ছবিগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল তবে অনেকগুলো জিনিস শিখতে পারলাম। কিছু বাকহীন ছবি শব্দময় ছবির চেয়েও যে বেশী জীবন্ত তারই প্রমান এই ছবিগুলো।
প্রিয়তে নিয়ে গেলাম। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:২৯
শামছুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৩২| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৯
শিশিরের শব্দ বলেছেন: মন খারাপ হয়ে গেল
+++
১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:২৯
শামছুল আরেফিন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।
৩৩| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪৯
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। প্রিয়তে রাখলাম।
১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৩০
শামছুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৩৪| ১৪ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২৯
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ছবি কথা বলে । ইতিহাস বলে । মানব সভ্যতার পতন উত্থান বলে । আপনার ছবি গুলো আগে দেখা , তবু এক সাথে পেয়ে ভাল লাগলো । বাংলাদেশের বিখ্যাত ছবির কালেকশন নিয়ে ফিরে আসুন , অপেক্ষায় রইলাম । ////
১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৩১
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ। তাড়াতাড়ি করার চেষ্টা করব
৩৫| ১৪ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৩
মামুণ বলেছেন: Jotil ++++++++++++
১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৩১
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৩৬| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৮
ঘুমন্ত আমি বলেছেন: ভালো পোষ্ট শেয়ারের জন্য ধন্যবাদ ।
১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৫১
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৩৭| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ৪ নাম্বার ছবিটার কাহিনি বুঝলামনা। পানিতে পড়ে গেলে তিনদিন কিভাবে আটকে থাকে তাও আবার বাশের মত কিছু একটা ধরার মত দেখতাছি
লেখক বলেছেন: আগ্নেয়গিরির লাভার উদগীরনের কারনে পানিতে আটকে ছিল।কিন্তু ফটোগ্রাফার মেয়েটিকে উদ্ধার না করায় অনকে সমালচিত হন।
একে ৪৭ বলেছেন: ১ নম্বর আর ৪ নম্বরের ফটো সাংবাদিক রে গুলি করে মারা উচিত। একটু খাবার আর পানি থেকে তুল্লেই তারা বেচে যেতো।
এ হেলাল খান বলেছেন: কলম্বিয়ায় ১৯৮৫ সালের আগ্নেয়গিরির আগ্নুউৎপাতের শিকার। ১৩ বছর বয়সের এ মেয়েটি টানা ৩ দিন পানিতে আটকে ছিল। ছবিটি তোলার কিছু পরে মেয়েটির মারা যায়। এ কারনে ফটোগ্রাফারকে বিভিন্ন সমালোচনার পড়তে হয়েছিল।
মানুষ কতবড় স্বার্থপর এই সাংবাদিক তার প্রমান দিলেন। তিনি নিজের স্বার্থে আগে ছবি তুললেন, কিন্তু আগে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করলেন না। হায়রে মানবতা। আমরা কি একটু নিঃস্বার্থ হতে পারি না?
============================================
১ম ছবির ফটো সাংবাদিকের বিষয়ে আসলে বলার কিছু নেই। ওনার সুযোগ ছিল অনাহারে মৃতপ্রায় শিশুটির মৃত্যু আরেকটু সহজ করার। বাচ্চাটিকে উনি সাহায্য করতে পারতেন। বাঁচাতে পারতেন কিনা তা বলা যায়না, তাই বলছি মৃত্যু প্রক্রিয়াটি সহজ হতে পারতো উনি সাহায্য করলে। এমনও হতে পারে ঐ মুহুর্তে ওরকম একটি দৃশ্য তাকে কিছুটা অপ্রকৃতস্ত করে তুলেছিল। অবশ্য পরে তিনি তার নিজের ভেতর অন্তঃদহনে আত্মহত্যা করেন।
৪ নম্বর ছবির ফটোগ্রাফারকে দোষ দেয়ার কিছু নেই। আমি মনে করি। পরিস্থিতি অনেক জটিল ছিল বলে পড়েছি। একজন ফটোগ্রাফারের পক্ষে ওরকম অবস্থা থেকে মেয়েটাকে সাহায্য করা ছিল একজন ব্যক্তির জন্য অসম্ভব। ত্রানকর্মীরা চেষ্টা করেছিলেন।
বরং এই ছবির ভেতর যে মেসেজটা তিনি দিতে পেরেছিলেন তা ঐ দেশের সরকার সহ অন্য অনেক দেশের বড় কর্তাদের ভেতর ত্রান ব্যবস্থা নিয়ে ভাবতে বাধ্য করেছিল।
ধন্যবাদ, সুন্দর পোস্ট
১৪ ই মার্চ, ২০১২ রাত ১১:০১
শামছুল আরেফিন বলেছেন: ১ম ছবিটির ব্যাপারেও অনেক বির্তক রয়েছে।ঐ সময় রোগের ভয়ে র্দুভিক্ষপীড়ীত লোকদের স্পর্শ করার জন্য নিষেধ করা হয়েছিল ।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩৮| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১১:০৩
বীলজেবাব বলেছেন: সব ছবি আগেই দেখা , পোস্টে প্লাস ।
১৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৮
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৩৯| ১৬ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪৮
হাসান ফেরদৌস বলেছেন: কষ্টের
১৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪১
শামছুল আরেফিন বলেছেন:
৪০| ১৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৬
শায়েরী বলেছেন: আসলেই কষ্টের
১৬ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৮
শামছুল আরেফিন বলেছেন:
৪১| ১৬ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫২
দরিয়ানগর বলেছেন: ++++
১৬ ই মার্চ, ২০১২ রাত ৮:১৪
শামছুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।
৪২| ১৯ শে মার্চ, ২০১২ দুপুর ২:১৫
সোজা সাপটা বলেছেন: ভাইরে মনটা খারাপ হয়ে গেলো
৪৩| ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৩
সোহান'৮৫ বলেছেন: পরের পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৪
রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: কিছু বিখ্যাত ছবি। ভালো লাগলো।