![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
সকালে অফিসের তাড়া থাকে। তাই রাতটাকে বেছে নিয়েছি হাঁটার জন্য। বাসা থেকে মিনিট পাঁচেক হেঁটে চলে এলাম আরামবাগ মসজিদের মাঠে। মাঠের পশ্চিমে একতলা মসজিদ উত্তর-দক্ষিণে বিস্তৃত, পূর্বদিকের অপর প্রান্তে আরামবাগ কল্যাণ সমিতির অফিস, উত্তরের দেয়াল ঘেষে নারকেল গাছের সারি, দক্ষিণের বস্তি ও ঝিলপাড় টাকে আড়াল করেছে সদ্য গাঁথা উঁচু দেওয়াল। উপরে খোলা আকাশ, সেখানে চাঁদ ভেসে বেড়াচ্ছে, ওকে কেউ দেওয়াল দিয়ে বাধতে পারে না - ও স্বাধীন।
.
মসজিদের সামনের পাকা বারান্দায় আমি দৌড়াই - আপন মনে। মিনিট দশেক পর একটু ক্লান্ত হলে মনটাকে নিয়ে যাই অন্য দিকে - ছোট্ট ইটের টুকরোটাকে পা দিয়ে ঠেলে দেই সামনে। ভেসে উঠে দুই নম্বর বিল্ডিংয়ের মাঠ, হাফ প্যান্ট পরা একটা ছেলে বল নিয়ে দৌড়াচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, তার বড় আপা তাকে জানালা দিয়ে ডাকছে - 'বাবু', 'বাবু' বলে। তবুও তার বাসার ফেরার নাম নেই। আজ কেউ ডাকে না। কিন্তু বাসার ফেরার তাড়া অনুভব করি- তাঁর জন্য, ছেলের জন্য। কি অদ্ভুত মানুষের জীবন। প্রিয় মুখগুলো সময়ের সাথে সাথে কেমন পাল্টে যায়।
.
প্রকৃতি কিন্তু পাল্টায় না। ধানমন্ডি লেকের পাড়ে বসে যে চাঁদটাকে একসময় দেখতাম, সে এখনো তেমনই আছে। আর আমার কালো চুল সাদা হয়েছে, দাড়িও সাদা।
.
খোলা মাঠে চাঁদ দেখার মজাটাই অন্য রকম - কি বিশাল আকাশে আলোর বন্যা। আমি তাকে মোবাইলে ধরি। একটু হেঁটে নারকেলগাছের পাতার ফাঁকে চাঁদকে নতুন ভাবে আবিষ্কার করি।
.
জীবনটা বড় সুন্দর। একটু চোখ মেলে শুধু চারপাশটা দেখুন, নিজের মতো করে।
২৮ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই।
২| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০২
শাহ আজিজ বলেছেন: এটা রূপনগরের আরামবাগ , তাই না ।
২৮ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪৬
শামছুল ইসলাম বলেছেন: হ্যাঁ আজিজ ভাই, রূপনগরের আরামবাগ।
৩| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ সুন্দর !
২৮ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
৪| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২২
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট পেলাম। আছেন কেমন?
ভালো লাগলো।
২৮ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৮
শামছুল ইসলাম বলেছেন: হ্যাঁ হাসান ভাই, অনেক দিন পর। সত্যি বলতে কি, কাজের চাপে সিরিয়াস লেখালেখি বা পড়া, কোনটাই হয়ে ওঠে না। আর ব্লগে তো হালকা কিছু কেউ লিখতো না। লিখতো না বলছি এই কারণে, গতকাল ব্লগে ঢুঁকে দেখি ফেসবুক স্টাইলের অনেক লেখা। ভাবলাম, তবে আমার লেখাটারই বা দোষ কি।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দৌঁড়ঝাপ করা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বয়সের সাথে সাথে কিছু কমন অসুখও সংগী হয়েছে। এই যেমন উচ্চ রক্তচাপ।
ধন্যবাদ হাসান ভাই।
আপনি কেমন আছেন?
৫| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:২৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আহা চাঁদ,
এই চাঁদ সেও দেখে
আমিও দেখি
আজ সে কোথায়
আর আমি কোথায় ?
২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:০০
শামছুল ইসলাম বলেছেন: চাঁদের সৌন্দর্যের সাথে কবিতায় একটু বিরহেরও একটু আভাস পেলাম।
ধন্যবাদ তানীম ভাই।
৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: চাঁদের আলোতে অন্ধকারে হাটতে আমার খুব ভালো লাগে ।
২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই। চমৎকার বলেছেন।
একা একা চাঁদের আলোয় হাঁটতে হাঁটতে অনেক কিছু ভাবা যায়।
আপন মনে ভাবাটা আমার খুব প্রিয়- একান্ত আপন কিছু ভাবনা।
৭| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:১০
জটিল ভাই বলেছেন:
সাধারণ নয়!
২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ জটিল ভাই।
ঠিক বুঝতে পারিনি কোনটা সাধারণ নয়?
৮| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৫
শাহ আজিজ বলেছেন: আমি বিকালে হাটতে যাই । আমি কাছেই থাকি মেইন রোডে ।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৫
শামছুল ইসলাম বলেছেন: বিকেলে হাঁটা হয় না অফিসের কারণে।
৯| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: পকেটে প্রচুর টাকা থাকলেই জীবন সুন্দর।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৫
শামছুল ইসলাম বলেছেন: বিষয়টা মানসিকতার।
১০| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: ক্ষুধার্থ পেটে চা জোছনা কিছুই ভালো লাগে না।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৮
শামছুল ইসলাম বলেছেন: তা ঠিক। তবে আমাদের নবীজি কিন্তু বলেছেন, পকেটে যদি দুটা পয়সা থাকে একটা দিয়ে রুটি কিনতে আর একটা দিয়ে ফুল। সুতরাং বিনোদনটাকে এতো হালকা করে দেখবেন না।
১১| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৪৬
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,
আরামবাগের আকাশে যেমন চাঁদ উঠেছে তেমনি করে আরও একটা চাঁদ উঠলো বুঝি ব্লগাকাশে। অনেক অনেক দিন পরে, কৃষ্ণপক্ষের দীর্ঘ কাল কাটিয়ে শুক্লপক্ষের চাঁদ!
আসলেই জীবনটা বড়ই সুন্দর! আপনার এই লেখার মতোই তরঙ্গায়িত।
২৯ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
মন্তব্যের মধ্যে কোথায় যেন একটা হালকা রসবোধ কাজ করছে। এই রসবোধটা না থাকলে জীবন, সাহিত্য বড় পানসে।
মন্তব্যের শেষ অংশটুকু এই অধমের হৃদয়কে তরঙ্গায়িত করেছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার ছবি।