| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারেক হিমু
সব সময় চেষ্টা করি ভালো কিছু করতে। মানুষকে আনন্দ দেওয়াই আমার সাধনা, কষ্ট নয়।
আজকাল বড় নির্ঘুম কাটছে কিছু রাত।
তাই আসব কোন একদিন,
শুধু কপালে আমার তোর হাতের স্পর্শ নিতে;
তুই বসে থাকিস সন্ধ্যা প্রদীপ জ্বেলে।
সরিয়ে মেঘের চাঁদর
উঁকি দিবে রুপোলী চাঁদ।
চাঁদের আলো আমার বড্ড ভালো লাগে;
তবুও তুই পাশে থাকলে
নিষ্প্রভ যেন সে চাঁদের আলো ।
চাঁদ আর তুই,
মাঝখানে আমি দ্বিধায় পরে যাই,
কাকে ছেড়ে কাকে দেখব;
অবশেষে হার মানে চাঁদ
আমার নির্ঘুমেই কাটে সারা রাত!!
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫
তারেক হিমু বলেছেন: কবি নির্মলেন্দু গুন তো তার "যাত্রাভঙ্গ " কবিতায় "তুই" ব্যবহার করেছেন।
"হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই...."
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪
হরিণা-১৯৭১ বলেছেন: কবিতায় 'তুই' ব্যবহার করলে কবিতা হয় না।