নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁখি মেলে চেয়ে আছি তোমার নাহি পাই দেখা

আমি স্বর্নলতা

যা আছে আমার সকলি কবেনিজ হাতে তুমি তুলিয়া লবে।সব ছেড়ে সব পাব তোমায়মনে মনে মন তোমারে চায়।

আমি স্বর্নলতা › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্প: ভয়

১০ ই মে, ২০১৪ রাত ১২:০০

খুব বেশি এক্সাইটেড হওয়া উচিত আমার কিন্তু হতে পারছিনা। কারন আজ রুদ্র আমাকে সন্ধ্যায় ছাদে আসতে বলেছে। সে আমাকে খুব ভালবাসে। এসবে আমার কোন ইন্টারেস্ট নেই। না আমি কাঠখোট্টা মেয়ে নই। তবে... যাক সেই কাহিনি পরে বলছি।

ছাদে ডেকেছে রুদ্র এটা মোটেও আমার ভাল লাগছে না। আমি ভাল চোখে দেখছি না। পুরুষ মানুষের চরিত্র আমি খুব ভাল করে জানি। ভয় আর ঘৃনা দুটিই আমি পুরুষ মানুষের জন্য রেখেছি। আর বিশ্বাস আমি করতে পারিনা। আমি জানি রুদ্র ভাল ছেলে কিন্তু আমি পুরুষ মানুষ বিশ্বাস করিনা। আমার বাবা, ভাই ছাড়া কাউকে বিশ্বাস করিনা। আমি করতে পারিনা। আমি সবসময় পুরুষ মানুষ এভয়েড করি। অনেকদিন ধরে রুদ্র আমাকে ভালবাসে। কিন্তু আমি রাজি হইনি কখনো। এত করে বলার পর আজ বলেছি আচ্ছা আসব ছাদে।

তখন ক্লাস সিক্সে পড়তাম। পাশের বাসার রিতু আপুদের সাথে আমাদের সম্পর্ক ছিল খুব ভাল। রিতু আপুর স্বামী আমাকে খুব আদর, স্নেহ করত। একদিন রিতু আপুদের বাসায় গেলাম রিতু আপুর স্বামী খুব দুষ্টামি করছিল আমাকে কাছে বসিয়ে । হঠাৎ সে আমার বুকে চাপ দিল। ছোট ছিলাম কিছু বুঝে উঠতে পারিনি কি করব। কিন্তু ব্যাপারটা আমি ভুলতে পারছিলাম না। খুব খারাপ লেগেছিল। তারপর আর কোনদিন যাইনি রিতু আপুদের বাসায়। ভয় কাজ করত সবসময়।

ক্লাস টেন এ পড়ি। একদিন বড় চাচার বাসায় গিয়েছিলাম। আমার চাচাত ভাই ভার্সিটি তে পড়ত। ওর সাথে গল্প করছিলাম। আমাকে অবাক করে সে আমার হাতে চাপ দিল আর কিস করতে চাইল । আমি নিজেকে বাঁচিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। সারারাত কেঁদেছিলাম। সকালে উঠেই চলে এসেছি বাসায়। কিন্তু কাউকে কিছুই বলতে পারিনি।

এসব ঘটনার পর আমি আমার জীবনে পুরুষ মানুষ জড়াতে ভয় পাই। রুদ্র ভাল ছেলে তবে আমি ওকে বিলিভ করতে পারিনা। কারন পুরুষ মানেই আমার কাছে আতংক মনে হয়। আমার ছোট বয়সেই মনে যে দাগ পরেছে তা আমি মুছে দিতে পারিনি। কাউকে আমার এই ভয়ের কথা বলতেও পারিনা। নিরবে চোখের জল ফেলি। আমি খুব ঘরমুখো মেয়ে। কোথাও যেতে ইচ্ছে করেনা এসব কারনে। ভয় আমাকে কুড়ে কুড়ে খায়।

রুদ্র আমাদের বাসার পাশের ফ্ল্যাট এ থাকে। সে আমাকে ভালবাসে। খুব করে আমাকে ছাদে আসতে বলছে। ওকে আমারো ভাল লাগে। কিন্তু যখন ও আমাকে ছাদে আসতে বলল তখন আমার ছোট বেলার ঘটনাগুলো মনে পড়ল।

ম্যাসেজ দিলাম
"সরি রুদ্র, আসতে পারবনা ছাদে, ক্ষমা করো -সেতু"

মোবাইল অফ করে দিলাম ম্যাসেজ দেয়ার পরই। আমার ভয়ের কাছে আমার ভালোলাগা হারিয়ে যায় এভাবেই।






কিছু কথাঃ- আমাদের সমাজে মেয়েরা অনেকভাবে যৌন হয়রানির স্বীকার হয়ে থাকে। আমি আমার গল্পে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। আসলে ছোট বয়সেই মেয়েরা খুব কাছের বা পরিচিত মানুষদের কাছ থেকে যৌন হয়রানির স্বীকার হয়ে থাকে। এতে করে তাদের মনে বিরুপ প্রভাব পড়ে। আমাদের যাদের ছোট বোন, ভাগ্নি, ভাতিজি, অনেকের ছোট মেয়ে আছেন তাদের কে বলব কখনো এদের একা কোথাও ছাড়বেন না। খুব খেয়াল রাখুন এদের প্রতি। আসুন আমরা সচেতন হই নিজের পরিবার পরিজনদের জন্য।














মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কথাটা ঠিক নয় আপনি দুই একজন কে দেখে বিচার করে পুরো মানব সমাজকে ভয় করতে পারেন না। পৃথিবীটা এখনও টিকে আছে কারন সমাজে ভাল মানুষের সংখ্যাই এখনও বেশি।

১০ ই মে, ২০১৪ রাত ১২:৩৭

আমি স্বর্নলতা বলেছেন: হুম ঠিক বলেছেন। আসলে আমি আমার গল্প বলার ছলে বুঝাতে চেয়েছি মেয়েরা কি ধরনের সমস্যা ফেইস করে ছোট বেলা থেকেই। কিছুদিন আগে একজনের কাছে কিছু ঘটনা শুনেছিলাম তাই লিখা। উনি জেন্ডার জাস্টিস এ কাজ করেন। গল্পের মাঝে আমি তুলে ধরতে চেয়েছি কিভাবে একটা মেয়ে হয়রানির স্বীকার হয়। গল্পটা নিজের মত করে লিখেছি। সেতুর মনের ভয়টাকে প্রাধান্য দিয়েছি বলে এভাবে তুলে ধরেছি। আপনার সাথে একমত, ভাল মানুষ আছে বিধায় পৃথিবী টিকে আছে।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।

২| ১০ ই মে, ২০১৪ রাত ১২:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অবশ্যই সর্বোচ্চ সচেতনতা প্রয়োজন।

১০ ই মে, ২০১৪ রাত ১২:৩৯

আমি স্বর্নলতা বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

৩| ১০ ই মে, ২০১৪ রাত ১২:৪২

আমি স্বর্নলতা বলেছেন: পোস্ট দুইবার প্রকাশ হওয়াতে দ্বিতীয় পোস্ট ডিলিট করে দিয়েছি। এহসান সাবির আপনার কমেন্ট ছিল ওটাতে তার জন্য ভাই আমি দু:খিত।

আর ধন্যবাদ আপনাকে।

৪| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:০৪

অদৃশ্য বলেছেন:






আপনি হিন্দি হাইওয়ে ছবিটা দেখেছেন কি? না দেখে থাকলে দেখেন সময়করে... ভালো লাগবে...

চমৎকার লিখা...

শুভকামনা...

১২ ই মে, ২০১৪ দুপুর ২:০৬

আমি স্বর্নলতা বলেছেন: না দেখা হয়নি। আচ্ছা চেষ্টা করব দেখতে।

আপনার প্রশংসা পেয়ে ভালো লাগল অনেক। আরো কিছু ঘটনা লিখতে চেয়েছিলাম। কিন্তু সময়ের অভাবে এখানে সেগুলো তুলে ধরতে পারনি।


অদৃশ্য ভাই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।



৫| ১২ ই মে, ২০১৪ দুপুর ২:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এগুলো পশুর কাজ হেন কাজকে ভয় করে জীবনের হিসাব করা চলবে না। তাইলে কি মেয়েরা চলবে না, মেয়েরা চলবে। সতেচনতার সাথে।

১২ ই মে, ২০১৪ দুপুর ২:৫৯

আমি স্বর্নলতা বলেছেন: ভয়টা আমি আমার গল্পে ইচ্ছে করেই এনেছি। ঘটনাগুলো আমি গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এমন পরিস্থিতিতে পড়ার পর একটা মেয়ের মনের অবস্থা কিরকম হয় আমার জানা নেই। নিজে উপলব্ধি করে লিখেছি, তাই ভয়টাকে প্রাধান্য দিয়েছি। হয়ত এমন ভয় অনেকেই পেয়ে থাকতে পারে আমি, আপনি হয়ত সেটা জানিনা।

আর আপনি যে বললেন মেয়েরা সচেতনারে সাথে চলবে। মেয়েরা নিশ্চয় সচেতনার সাথে চলে। আর কৈশরে কতটুকুইবা একটা মেয়ের পরিপক্ক আসে? কতটুকুই সে বোঝে? চারপাশের মানুষ কেমন সে কি আদৌ বুঝতে পারে?

আন্তরিক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

৬| ১৩ ই মে, ২০১৪ রাত ১:০১

আমিজমিদার বলেছেন: ভালা পুষ্ট।

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

আমি স্বর্নলতা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৭| ১৫ ই মে, ২০১৪ সকাল ১১:০১

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লেগেছে
আপনার ব্লগনিকটা সুন্দর :)

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:২৮

আমি স্বর্নলতা বলেছেন: তাই নাকি? B-) B-)

আন্তরিক ধন্যবাদ আপু। স্বাগতম আমার ব্লগ বাড়িতে।

৮| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:৪৯

শীলা শিপা বলেছেন: শুরুটা পড়ে শেষটা বুঝা সম্ভব না...

ভাল লিখেছেন...

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৩৯

আমি স্বর্নলতা বলেছেন: আন্তরিক ধন্যবাদ । আপনার কমেন্ট পেয়ে ভালো লাগল।

শুভেচ্ছা রইল।

৯| ২৭ শে মে, ২০১৪ সকাল ৯:৪৮

নাইমুল ইসলাম বলেছেন: গল্পটা চমৎকার হয়েছে। অনেক কিছু বুঝতে পারলাম।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:১৭

আমি স্বর্নলতা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই।

আমাদের সচেতনতাই পারে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে।

শুভকামনা রইল।

১০| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:৫০

স্বস্তি২০১৩ বলেছেন: খুব অল্প কথার ভিতরে সচেতনতার গল্প।
ভালো লাগলো।

২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:০৮

আমি স্বর্নলতা বলেছেন: আমি চেষ্টা করেছি ঘটনাগুলো তুলে ধরতে। তবে আরো কিছু ঘটনা ছিল সময়ের অভাবে দিতে পারিনি। পরবর্তী সময়ে ইচ্ছে আছে দেয়ার।

আন্তরিক ধন্যবাদ স্বস্তি। স্বস্তি পেলাম কমেন্ট পড়ে। :P :P

শুভেচ্ছা জানবেন।

১১| ২৮ শে মে, ২০১৪ রাত ১২:১৫

আসোয়াদ লোদি বলেছেন: গল্পটা আত্মকথার মত মনে হল । সত্য ঘটনা, নাকি কল্পনা ?

২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:১১

আমি স্বর্নলতা বলেছেন: আমি চেষ্টা করেছি নিজের মত করে লিখতে।


আন্তরিক ধন্যবাদ।

১২| ২৮ শে মে, ২০১৪ সকাল ১১:১৩

সোহানী বলেছেন: চমৎকারভাবে এ ভয়াবহ সমস্যাকে তুলে ধরেছেন গল্পের মাঝে।

আমাদের ছোট শিশুরা একবার যখন এধরনের অত্যাচারের ভিতর পার হয় তখন তার মনোযোগতে যে ভয়াবহ বিপর্যয় ঘটে তার রেশ জীবনভর থাকে এর উপলব্ধি একমাত্র সে শিশুটিই করতে পারে অন্যে কেউ নয় কিছুতেই।

আপু, আমার দীর্ঘ চাইল্ড এবিউজ নিয়ে কাজ করার সময় যে সব ঘটনা শুনেছি তার পরিসংখ্যান বা ঘটনার ভয়াবহতা শুনলে আঁতকে উঠবেন।


অনেক অনেক ধন্যবাদ স্বর্নলতা, আমরা যদি ওদের না বাচাঁই কে ওদের বাচাঁবেন বলেন????

২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:১৭

আমি স্বর্নলতা বলেছেন: স্বাগতম আপু আমার ব্লগে।

আমাদের ছোট শিশুরা একবার যখন এধরনের অত্যাচারের ভিতর পার হয় তখন তার মনোযোগতে যে ভয়াবহ বিপর্যয় ঘটে তার রেশ জীবনভর থাকে এর উপলব্ধি একমাত্র সে শিশুটিই করতে পারে অন্যে কেউ নয় কিছুতেই।


সহমত আপু। আমার গল্পটা ঠিক এরকমই । একটা মেয়ের মনের উপর কিরুপ প্রভাব পড়ে সেটাই তুলে ধরতে চেষ্টা করেছি। আরো ডিপ্লি কিছু কথা আসলে হয়ত ভালো হত লেখাটা। আমি আমার মত ফিল করে লিখেছি। আর আপু আমরা মেয়েরা কিন্তু খুব বেশিই জানি যে আমরা মেয়েরা কি ধরনের সম্যায় পড়ি। আমিও শুনেছি কিছু ঘটনা, যা সত্যিই ভয়ঙ্কর।

আন্তরিক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

১৩| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১:১১

নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ।
পড়লাম 'ভয়' গল্পটি। উপলব্ধি করতে চেষ্টা করলাম আমাদের ছোট্টমনিদের সমস্যার বাস্তবতাকে। যে সমস্যাটা নিয়ে লিখেছেন, তা আমাদের সমাজেরই অহরহ ঘটে যাওয়া ঘটনাগুলোর আংশিক চিত্র। সমাজকে সচেতন করতে এমন গল্প আমাদের অনেক বেশি লেখা প্রয়োজন।

অনেকে মনে করেন পুরুষদের হেয় করা হয়েছে; বাস্তব তো মানতেই হবে। সমাজের এমন বাস্তবতায় পুরুষরা যদি হেয় হয়েই থাকে হোক না! কারণ পুরুষরাই এমন গল্পে জন্ম দেয়।

তবে আপনার এ গল্প 'ভয়' ঠিক গল্প হয়ে উঠে নি। অনেকটা রিপোর্ট হয়ে গেছে, কিংবা প্রতিবেদন ধরনের। গল্পে জন্য যেমনটি সাহিত্য শৈলীর দরকার, তেমনটি খুঁজে পাই নি এখানে।

তারপরও ধন্যবাদ সচেতনমূলক লেখাটির জন্য।

১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৮

আমি স্বর্নলতা বলেছেন: আপনি খুব সুন্দর করে কমেন্ট করেন। অনেক কিছু শেখার বাকি এখনো, শিখছি প্রতিনিয়ত। শেখারত বয়স নেই তাই না?

চেষ্টা করব পরবর্তীতে যাতে গল্পে সাহিত্য শৈলী খুজে পান। জানিনা পারব কিনা সেটা। তারপরও চেষ্টা করব।

আন্তরিক ধন্যবাদ জানবেন। :)

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৪

রাবেয়া রাহীম বলেছেন: সত্যি ভয় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । ভাল লাগলো ।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

আমি স্বর্নলতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।


নিরন্তর শুভকামনা রইল।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার ভয়টা ছিল জেনুইন। তবে, ভয় পেয়ে ভিতু হয়ে বসে থাকলে চলবে না, সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে সামনে এগিয়ে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.